মমতার গাড়িতেই হাসিমুখে কানন

কিছুদিন ধরেই মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভনবাবুর ‘ব্যক্তিগত’ নানা সমস্যা প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি যেখানে পৌঁছেছে, তা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের চর্চার বিষয়। এর মধ্যেই মন্ত্রিসভার ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা তাতে নতুন মাত্রা যোগ করে। গুঞ্জন শুরু হয় শোভনবাবুর ‘ভবিষ্যৎ’ নিয়ে। বুধবার তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে যাওয়ার পরে তা আরও বাড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৬:১৭
Share:

দু’দিন আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর কাজে ‘নিষ্ঠার অভাব’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তার পর জল্পনা ঘুরছিল নানা রকম। কিন্তু বুধবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে নবান্ন থেকে বেরোলেন।

Advertisement

কিছুদিন ধরেই মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভনবাবুর ‘ব্যক্তিগত’ নানা সমস্যা প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি যেখানে পৌঁছেছে, তা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের চর্চার বিষয়। এর মধ্যেই মন্ত্রিসভার ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা তাতে নতুন মাত্রা যোগ করে। গুঞ্জন শুরু হয় শোভনবাবুর ‘ভবিষ্যৎ’ নিয়ে। বুধবার তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে যাওয়ার পরে তা আরও বাড়ে।

ঘণ্টা দেড়েক পরে মুখ্যমন্ত্রীর সঙ্গেই হাসিমুখে নেমে আসেন শোভন এবং মমতার সঙ্গেই গাড়িতে ওঠেন। নবান্নের এক কর্তার মন্তব্য, ‘‘তবে কি কাননে(শোভনবাবুর ডাকনাম) হাসি ফুটল!’’ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে শোভনবাবুর প্রতিক্রিয়া, ‘‘আপনাদের যা মনে হয়, সেটাই লেখেন। আজও লিখে দিন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন