বিজেপিকে রুখতে অখিলেশ চান মমতাকে

কলকাতার মহাজাতি সদনে এ দিন দলের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে অখিলেশ দেশ থেকে বিজেপি হঠানোর ডাক দেন। তাঁর বক্তব্য, বিজেপি সাম্প্রদায়িক এবং ভয়ঙ্কর মিথ্যাবাদী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা দেশে ফেরাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৪:০৩
Share:

মুখোমুখি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। শনিবার। —নিজস্ব চিত্র।

বিজেপি বিরোধিতার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে জানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার মমতার কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের পাশে আছেন। তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে আমরা নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকব।’’

Advertisement

কলকাতার মহাজাতি সদনে এ দিন দলের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে অখিলেশ দেশ থেকে বিজেপি হঠানোর ডাক দেন। তাঁর বক্তব্য, বিজেপি সাম্প্রদায়িক এবং ভয়ঙ্কর মিথ্যাবাদী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা দেশে ফেরাবেন। কিন্তু নোট বাতিলের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও কালো টাকা ফেরত আসেনি! সুতরাং, এমন দলকে এক বিন্দুও এগোতে দেওয়া যাবে না। এই প্রেক্ষিতেই অখিলেশ বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতার কোনও লড়াইকেই আমরা দুর্বল হতে দেব না। দিদিকে সমর্থন দিতে গেলে পশ্চিমবঙ্গে যদি আমাদের দল না-ও বাড়ে, তা-ও ওঁকেই সমর্থন দেব। ধর্মনিরপেক্ষতার জন্য সংগ্রামের রাস্তাই দেশকে বাঁচানোর রাস্তা।’’

এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দলীয় সাংসদ কিরণময় নন্দকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে যান অখিলেশ।

Advertisement

আরও পড়ুন: দিলীপের উপর হামলার জবাবে বিক্ষোভ

উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহও এ দিন কলকাতায় এসেছিলেন ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে চাই, অখিলেশের সঙ্গে জোট করবেন না। করলে ওঁর অবস্থা হবে কংগ্রেসের মতো, যারা অখিলেশের সঙ্গে জোট করে উত্তরপ্রদেশে লড়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement