প্রকাশিত হয়েছে ‘প্রভিশনাল আনসার কি’। ছবি: সংগৃহীত।
প্রকাশিত হয়েছে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর ‘প্রভিশনাল আনসার কি’। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীরা ugcnet.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ‘আনসার কি’ দেখতে পাবেন। যদি কোনও পরীক্ষার্থীর মনে হয়, কোনও উত্তর ভুল রয়েছে তা হলে তিনি ‘চ্যালেঞ্জ’ও করতে পারবেন। চ্যালেঞ্জ করার উপযুক্ত কারণ দেখাতে হবে। তবে তা জানাতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। প্রতিটি প্রশ্নের ‘চ্যালেঞ্জ’ করার জন্য ২০০ টাকা করে জমা দিতে হবে।
এর পর বিষয়ভিত্তিক বিশেষজ্ঞেরা সেই ‘চ্যালেঞ্জ’-এর খুঁটিনাটি দিক খতিয়ে দেখবেন। যদি সঠিক প্রমাণ হয় তা হলে উত্তর সংশোধন করা হবে। শেষে সংশোধিত উত্তরের উপর তৈরি করা হবে মূল ‘আনসার কি’। যার ভিত্তিতেই প্রকাশিত হবে ‘ইউজিসি নেট’-র ফল।
মূলত দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। গত ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন শহরে ইউজিসি নেট-এর আয়োজন করা হয়েছিল। চলতি বছরে মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পরীক্ষা নেওয়া হয়। প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমার্ধের পরীক্ষা ছিল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা ছিল বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।