Higher Secondary Exam

উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা

রাজ্য পরিবহণ নিগমের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্লানেড রুটে দু’টি এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটে একটি বাস চালানো হবে। ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ রুটে একটি এবং নিউ টাউন থেকে শিয়ালদহ রুটে চলবে দু’টি বাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ০৯:২০
Share:

— প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী ৩ থেকে ১৮ মার্চের মধ্যে পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা দেবে রাজ্য পরিবহণ নিগম।
পরীক্ষার সূচি মেনে ৩ থেকে ৮ মার্চ, ১০ থেকে ১৩ মার্চ এবং ১৭-১৮ মার্চ ওই পরিষেবা মিলবে বলে খবর। সকালে ৭টা ৪৫ মিনিট এবং ৮টা ১৫ মিনিট নাগাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে ওই সব বাস ছাড়বে। পরীক্ষার পরে দুপুর ১টা ১৫ এবং ১টা ৪৫ মিনিটে আবার ওই বাস পাওয়া যাবে।

রাজ্য পরিবহণ নিগমের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্লানেড রুটে দু’টি এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটে একটি বাস চালানো হবে। ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ রুটে একটি এবং নিউ টাউন থেকে শিয়ালদহ রুটে চলবে দু’টি বাস। ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন রুটে দু’টি, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর রুটে একটি বাস চলবে।

এ ছাড়া, গড়িয়া থেকে হাওড়া (দেশপ্রিয় পার্ক ঘুরে) এস-৫ রুটে এবং টালিগঞ্জ হয়ে এস-৭ রুটে দু’টি করে বাসের বিশেষ পরিষেবা মিলবে। হাওড়া থেকে সরশুনা এবং যাদবপুরের মধ্যে আলাদা রুটে বাস চলবে। কাঁকুড়গাছি থেকে বেহালার মধ্যে চলবে দু’টি বাস। ব্যারাকপুর থেকে হাওড়া স্টেশন এবং দমদম বিমানবন্দর থেকে এসপ্লানেডের মধ্যেও বাসের পরিষেবা থাকবে।

রাজ্য পরিবহণ নিগমের বাসের বাইরে ট্রাম সংস্থাও কলকাতা সংলগ্ন শহরতলির একাধিক টার্মিনাস থেকে বাস চালাবে। পরীক্ষার দিনগুলিতে ভোর ৫টা থেকে সকাল ১০টা এবং দ্বিতীয়ার্ধে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাসের পরিষেবা স্বাভাবিক রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ওই দিনগুলিতে বাসের পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য চালানো বিশেষ বাসে ‘পরীক্ষা স্পেশ্যাল’ বোর্ড থাকবে। ওই সব বাসে সফর করার ক্ষেত্রে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অগ্রাধিকার পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন