Kolkata Police

বকেয়া ট্র্যাফিক জরিমানা? ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে কলকাতা পুলিশ

নাম মাত্র টাকায় জরিমানার টাকা মিটিয়ে নিশ্চিন্তে ফের গাড়ি ছোটাতে পারবেন আপনি। এই সুযোগ মাত্র ৭৫ দিনের জন্যে। আগামী পয়লা ডিসেম্বর চালু হচ্ছে এই বিশেষ স্কিম। চলবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৮:২২
Share:

গ্রাফিক- শৌভিক দেবনাথ।

জরিমানা না দিয়েই রাজপথে গাড়ি ছোটাচ্ছেন? একের পর এক ‘পুলিশ কেস’ খেয়ে জেরবার! বকেয়া পড়ে যাচ্ছে জরিমানার টাকা। ইচ্ছে থাকলেও, জরিমানার বিপুল টাকা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আপনাকে?

Advertisement

পুলিশই পথ বাতলেছে। এ বার নাম মাত্র টাকায় জরিমানার টাকা মিটিয়ে নিশ্চিন্তে ফের গাড়ি ছোটাতে পারবেন আপনি। এই সুযোগ মাত্র ৭৫ দিনের জন্যে। আগামী পয়লা ডিসেম্বর চালু হচ্ছে এই বিশেষ স্কিম। চলবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার বলেন, “প্রচুর জরিমানার টাকা বকেয়া রয়েছে। নাগরিকদের কথা চিন্তা করেই ‘ওয়ান টাইম ট্রাফিক ফাইন সেটেলমেন্ট স্কিম’ চালু করা হচ্ছে।”

Advertisement

কী রয়েছে এই স্কিমে?

এ বছরের ১৫ নভেম্বর পর্যন্ত যাঁদের জরিমানা বকেয়া রয়েছে, তারাই এই স্কিমের সুবিধা নিতে পারবেন। দু’টি দফায় এই সুযোগ দেওয়া হবে।

১) পয়লা ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বকেয়া জরিমানার উপরে মাত্র ৩৫ শতাংশ টাকা নেবে কলকাতা পুলিশ। অর্থাৎ আপনার জরিমানা যদি এক হাজার টাকা হয়, তা হলে আপনাকে দিতে হবে মাত্র ৩৫০ টাকা।

২) এর পর ১৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে দ্বিতীয় সুযোগ। এই সময়ে আপনাকে জরিমানার উপরে অর্ধেক টাকা দিতে হবে। অর্থাৎ, এক হাজার টাকা জরিমানা হলে আপনাকে দিতে হবে মাত্র ৫০০ টাকা।

আরও পড়ুন: মনোনয়ন জমা দিলেন ফিরহাদ, পুর আইনের সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে সিপিএম

কলকাতা পুলিশের ২৫টি ট্রাফিক গার্ড দফতরে এবং লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরে এই বিশেষ স্কিমে টাকা জমা দেওয়া যাবে। এছাড়া অনলাইনেও টাকা দেওয়া যাবে।

আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির পরে এই সুযোগ আর থাকবে না। অবশ্য ‘লোক আদালত’-এ যে ভাবে টাকা মেটানো যায়, সে ভাবে দেওয়া যাবে। তা, সত্ত্বে যদি কেউ জরিমানা বাকি রাখেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কলকাতা পুলিশ।

এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (তিন) সুপ্রতিম সরকার-সহ পদস্থকর্তারা। পুলিশ জানিয়েছে, কোনও গাড়ির জরিমানা বকেয়া থাকলে পরবর্তী ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেট পাবে না সেই গাড়ি। পলিউশন সার্টিফিকেট করাতে গেলে গাড়ির নম্বর যন্ত্রে দিলেই ফুটে উঠবে বকেয়া জরিমানার তথ্য।

আরও পড়ুন: সংস্কার, নয়া সুড়ঙ্গের সাঁড়াশিতে ধীর মেট্রো

এ ছাড়াও কাউকে গাড়ি বিক্রি করার আগে অথবা লাইসেন্স রিনিউ করার আগে, বকেয়া জরিমানা মিটিয়ে দিতে হবে। না হলে লাইসেন্স রিনিউ হবে না। পুরনো গাড়ি বিক্রি করতে হবে, ওই গাড়ির মালিককেই। পাশাপাশি অনেকে অভিযোগ করেন, বাড়িতে গাড়ি থাকলেও অথবা ট্রাফিক আইন অমান্য না করলেও ভুয়ো কেস দেওয়া হয়। সে কথা মাথায় রেখে কলকাতা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করছে। সেই কমিটির কাছে অভিযোগ জানানো যাবে। ভুয়ো কেস দেওয়া হয়েছে প্রমাণিত হলে জরিমানা মকুব করা হবে।

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন