Election Commission

তৃণমূলের কত জন যাবেন কমিশনে, এখনও বিতর্ক

৪৮ ঘণ্টা আগে পর্যন্তও এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের চাপানউতোর অব্যাহত। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে দরবার করতে চাওয়ায় কমিশন পাঁচ জনকে আসতে বলেছিল। তৃণমূল ১০ জন সাংসদের নাম পাঠিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০৮:৪১
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

তৃণমূল কংগ্রেসের কত জন নেতানেত্রী শুক্রবার নির্বাচন কমিশনের কাছে দরবার করতে যাবেন?

৪৮ ঘণ্টা আগে পর্যন্তও এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের চাপানউতোর অব্যাহত। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে দরবার করতে চাওয়ায় কমিশন পাঁচ জনকে আসতে বলেছিল। তৃণমূল ১০ জন সাংসদের নাম পাঠিয়েছে।

কমিশন বুধবার রাত পর্যন্ত জানায়নি, তারা ১০ জন সাংসদের প্রশ্নে রাজি কি না। তৃণমূল সূত্রের বক্তব্য, যদি কমিশন পাঁচ জনকেই প্রবেশাধিকার দেওয়া হবে বলে অনড় থাকে, তা হলে তৃণমূল কমিশন দফতরের বাইরে বিক্ষোভদেখাতে পারে।

সোমবার সকালে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে বলেন, তাঁদের ১০ জন সাংসদের একটি প্রতিনিধি দল দেখা করে বাংলার মাটিতে এসআইআর-এর প্রতিক্রিয়া বিশদে জানাবেন। সন্ধ্যায় কমিশন তৃণমূলের চেয়ারপার্সন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানায়, তৃণমূলের পাঁচ প্রতিনিধিকে শুক্রবার সকাল ১১টায় তারা সময় দিচ্ছে। কেন মমতাকে চিঠি?

কমিশন সূত্রের বক্তব্য, কমিশনের কাছে তৃণমূলের স্বীকৃত প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যের নাম রয়েছে। তাই তৃণমূলের চেয়ারপার্সনকে চিঠি পাঠানো হয়েছে। তবে চিঠির কপি ডেরেককেও পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন পাঁচ জনের অনুমতি দেওয়ায় অভিষেকপ্রতিবাদ জানান। মঙ্গলবার সকাল ১০টায় ডেরেক ফের কমিশনকে লেখেন, ১০ জনকে নিয়েই তৃণমূল যেতে চায়, যাতে পরিস্থিতির বিস্তারিত ও বিশ্বস্ত প্রতিফলন তুলে ধরা যায়। এর পরে কমিশন যাঁরা আসতে চান, তাঁদের নাম তৃণমূল নেত্রীর কাছেচায়। এক ঘণ্টার মধ্যে ডেরেক ১০ সাংসদের নাম পাঠালেও এখনও জবাব মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন