এ মাসেই ফের কাউন্সেলিং

দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন প্রার্থীরা। এখন চলছে অনশন। তার মধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার কাউন্সেলিং শুরু হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৪:১৫
Share:

দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন প্রার্থীরা। এখন চলছে অনশন। তার মধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার কাউন্সেলিং শুরু হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Advertisement

এসএসসি-র চেয়ারম্যান সৌমিত্র সরকার জানান, প্রথম দফায় একাদশ-দ্বাদশ শ্রেণির ৭৫০টি পদের জন্য কাউন্সেলিং হবে ১৯-২০ মার্চ। নবম-দশম শ্রেণির ২৬০০ পদের জন্য তৃতীয় কাউন্সেলিং হবে ২৬, ২৭, ২৮, ২৯ মার্চ এবং ১ এপ্রিল।

এ দিকে, ন’দিন ধরে অনশন করায় অনেক প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। প্রশ্ন উঠছে, অনশন-বিক্ষোভের চাপে পড়েই কি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন? সৌমিত্রবাবু বলেন, ‘‘অনশন-বিক্ষোভের সঙ্গে তৃতীয় দফার কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগের কোনও সম্পর্ক নেই। লোকসভা ভোট ঘোষণার আগেই তৃতীয় দফার কাউন্সেলিংয়ের দিন জানানোর কথা ছিল। জানালাম।’’

Advertisement

ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তাঁরা এখনই অনশন তুলছেন না বলে জানান প্রার্থীরা। তাঁরা জানান, এ-পর্যন্ত শূন্য পদ কত, তার হিসেব দিয়ে প্রতীক্ষা-তালিকায় যত প্রার্থী আছেন, সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। তার পরেই তাঁরা অনশন তুলবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement