Women Safety

রাতের শিফটে কর্মরত মহিলাদের নিরাপত্তায় নির্দেশিকা জারির ভাবনা

পরিবহণ দফতরের পাশাপাশি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পুলিশ-সহ যে সব দফতরে মহিলা কর্মীদের রাতে কাজ করতে হয়, তাদেরও মতামত নেওয়া হবে বলে সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৬:৫১
Share:

মহিলা নিরাপত্তায় একাধিক নির্দেশিকা জারি করার কথা বিবেচনা করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। —প্রতীকী চিত্র।

উচ্চ আদালতে চলা দু’টি মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের রাতের শিফটে কাজের এবং যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশিকা জারি করার কথা বিবেচনা করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। ওই নির্দেশিকা জারি করার আগে বিভিন্ন দফতরের পরামর্শ নেওয়া হচ্ছে। বুধবার পরিবহণ দফতরের পক্ষ থেকে বিভিন্ন বাসমালিক সংগঠন, অ্যাপ-ক্যাব সংগঠন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ময়দান তাঁবুতে এ নিয়ে বৈঠক হয়। পরিবহণ দফতরের পাশাপাশি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পুলিশ-সহ যে সব দফতরে মহিলা কর্মীদের রাতে কাজ করতে হয়, তাদেরও মতামত নেওয়া হবে বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই এ বিষয়ে ২২ দফা নির্দেশিকার খসড়া তৈরি করা হয়েছে বলে খবর। তাতে বলা হয়েছে, মহিলাদের সম্মতি ছাড়া রাতে তাঁদের কাজ করতে বাধ্য করা যাবে না। এ ছাড়া, মহিলা কর্মীদের আসা-যাওয়ার গাড়িতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। কাজের জায়গায় সিসি ক্যামেরা বসানোর কথাও বলা হয়েছে।

গণ পরিবহণের বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সংগঠনগুলির তরফে তা পরিবহণ দফতরের আধিকারিকদের জানানো হয়। এই প্রসঙ্গেই গাড়িতে মহিলাদের জন্য পুলিশের হেল্পলাইন নম্বরের স্টিকার লাগানোর কথা উঠে আসে। অ্যাপ-ক্যাব এবং বাস সংস্থাগুলি এই প্রস্তাব দেয়। যাতে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে সেখানে ফোন করলে পুলিশের কাছ থেকে সাহায্য মেলে। কয়েকটি অ্যাপ-ক্যাব সংস্থা তাদের অ্যাপে রাতে মহিলারা সফর করলে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সে কথাও বৈঠকে জানায়।

এ বিষয়ে মত বিনিময়ের জন্য একটি কমিটি তৈরির প্রস্তাবও উঠে আসে বৈঠকে। পরিবহণ সচিব সৌমিত্র মোহনের তত্ত্বাবধানে ময়দান তাঁবুতে ওই বৈঠক হয়। বিভিন্ন দফতরের বৈঠক থেকে উঠে আসা প্রস্তাব খতিয়ে দেখে চূড়ান্ত নির্দেশিকা তৈরি করা হবে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন