Qurban Shah

তৃণমূল নেতা খুনের মামলা তুলতে চায় রাজ্যই

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ০৭:৩৮
Share:

কুরবান শা ফাইল চিত্র।

তৃণমূল নেতা কুরবান শা-কে খুনের ঘটনায় মামলা প্রত্যাহার করতে চেয়ে আদালতে চিঠি দিল রাজ্য সরকার। সোমবার পূর্ব মেদিনীপুরের তিন নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই মামলায় অভিযুক্তদের অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন সরকারি আইনজীবী।

Advertisement

২০১৯ সালে দুর্গাপুজোর মধ্যেই পাঁশকুড়ার মাইশোরায় দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান। ওই ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান-সহ ৮ জন বর্তমানে জেলবন্দি। পূর্ব মেদিনীপুরের তিন নম্বর অতিরক্ত জেলা ও দায়রা আদালতে মামলাটি চলছে। গত শুক্রবার রাজ্য লিগ্যাল রিমেমব্রান্সার একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় ফৌজদারি কার্যবিধির ৩২১ নম্বর ধারা অনুসারে কুরবান হত্যা মামলার সরকারি আইনজীবীকে জানানো হয়েছে, রাজ্য সরকার মামলাটি তুলে নিতে চায়। সেই মতো এ দিন সরকারি আইনজীবী উত্তরসখা বেরা ওই মামলা প্রাত্যাহারের আবেদন জানান। বিচারক সঞ্জীব দে অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত বিচারক শুনানির দিন ধার্য করেন আগামী ১০ মার্চ। উত্তরসখা বলেন, ‘‘রাজ্য সরকার কুরবান হত্যা মামলা প্রত্যাহার করতে চেয়ে চিঠি পাঠিয়েছে। এ দিন আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছি।’’

দলের নেতা খুনের মামলা তুলে নিয়ে চাইছে রাজ্যের তৃণমূল সরকার— আসন্ন বিধানসভা ভোটের মুখে এমন পদক্ষেপে নির্বাচনী অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে, বিজেপি নেতা আনিসুরকে জেলের বাইরে এনে ভোটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অনেকে মনে করিয়ে দিচ্ছেন, গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামের জনসভায় আনিসুরকে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনিসুরকে অব্যাহতি দেওয়ার চেষ্টা যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করছেন সে ব্যাপারে আগেই অভিযোগ করেছেন কুরবানের দাদা আফজল শা। এ দিন তিনি বলেন, ‘‘ভাই যে দলের হয়ে রাজনীতি করত, সেই তৃণমূলের সরকারই মামলা তুলতে চাইছে। এর থেকে লজ্জার কিছু হয় না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন