Attack on West Bengal Minister

নিজের কেন্দ্রেই আক্রান্ত রাজ্যের মন্ত্রী! তৃণমূল কর্মীরাই বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে, রড-ইট দিয়ে ভাঙচুর গাড়িতেও

নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে যাওয়ার পর তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ভাঙচুর চলল মন্ত্রীর গাড়িতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৫:৫১
Share:

সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়িতে হামলা। —নিজস্ব চিত্র।

নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে যাওয়ার পর তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ভাঙচুর চলল মন্ত্রীর গাড়িতেও।

Advertisement

এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের বিরুদ্ধে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা। তাঁর অভিযোগ, আহমদের মদতে তাঁর অনুগামীরা হামলা চালিয়েছেন। মন্ত্রীর দাবি, তাঁকে খুনের চেষ্টা হয়েছে। তাঁর গাড়িতে থাকা ছ’জন জখম হয়েছেন। তাঁরও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। তাঁকে আদতে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন সিদ্দিকুল্লা। এ বিষয়ে আহমেদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সিদ্দিকুল্লা মন্তেশ্বরের বিধায়ক। একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার আগে বৃহস্পতিবার সেখানে যান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছোতেই হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক জন। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। মন্ত্রীকে ‘চিটিংবাজ-ধাপ্পাবাজ’ বলেও আক্রমণ করতে থাকেন বিক্ষোভকারীরা। সেই সময়ে ইট-রড-লাঠি দিয়ে হামলা হয় মন্ত্রীর গাড়িতে। কনভয়ে থাকা মোট পাঁচটি গাড়িতে হামলা চলেছে।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লা গত চার বছর ধরে এলাকার খোঁজখবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। মালডাঙা ও আশপাশের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারীর কথায়, ‘‘একুশে জুলাইয়ের সভা আয়োজনের আগে এলাকার সমস্যাগুলি মেটানো উচিত ছিল। কিন্তু তা না-করে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য এলাকায় আসা মেনে নেওয়া যায় না।’’

মন্ত্রীর অবশ্য দাবি, ‘‘বিক্ষোভকারীরা কেউ স্থানীয় নন। ওঁদের ভাড়া করে আনা হয়েছে।’’ গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement