পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।
এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার শেষ ‘বিশেষ সাক্ষী’র বয়ান গ্রহণ হল আলিপুর আদালতে। সেই বয়ানগ্রহণ শেষ হয়নি। প্রশ্ন উঠছে এ বার কি জামিন পাবেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান, সুপ্রিম কোর্ট শর্ত দিয়েছিল, ‘বিশেষ সাক্ষী’দের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলে অভিযুক্ত পার্থ বন্ড পেতে পারেন। বন্ড পেতে পারেন শিক্ষা দফতরের প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিন্হা। শুক্রবার যে সাক্ষী বয়ান দিলেন, তাঁর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। সোমবার আবার বয়ান গ্রহণ করা হবে। তা সম্পন্ন হলে জেলমুক্তি ঘটতে পারে পার্থদের।
আদালত সূত্রে খবর, শুক্রবার সাক্ষী জানান, কোন প্রক্রিয়ায় এসএসসি শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ করে। ওই সাক্ষী আরও জানান, এক বার ফল প্রকাশের আগে তিনি, এসএসসির কর্মী পর্ণা বসু এবং আরও কয়েক জন ঘরে বসে কথা বলছিলেন। সেই সময় সুবীরেশ পর্ণাকে ডাকেন। একটি তালিকা দিয়ে কিছু রদবদলের কথা জানান। সাক্ষী আরও জানান, ছোটু নামে এক জন অভিযুক্ত সমরজিৎ আচার্যকে তালিকা পাঠাতেন। এই ছোটু ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের সহযোগী। সমরজিৎ সেই তালিকা সাক্ষীকে পাঠাতেন বলে আদালতে জানিয়েছেন তিনি।
নিয়োগ মামলায় ২০২২ সালে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে সরকারি চাকরি। একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এখন বিচারপ্রক্রিয়া চলছে। গত ১৮ অগস্ট পার্থের জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে। চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। তার পরে দু’ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে। তার পরেই পার্থকে জামিন দিতে পারবে নিম্ন আদালত।