SSC Recruitment Case

পার্থের জন্য নামের তালিকা ‘টাইপ’ করে দিতেন, চিনিয়ে দেন এক ‘মিডলম্যান’কেও! কোর্টে কী বললেন সেই সাক্ষী

এসএসসি মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার সিবিআই যাঁকে হাজির করিয়েছিল, তিনি পার্থের সমাজমাধ্যম সামলাতেন। সিবিআইয়ের জেরায় এক ‘মিডলম্যান’কেও চিনিয়ে দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৯
Share:

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে কাজ করতেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে বৃহস্পতিবার সেই সাক্ষীকে হাজির করিয়েছিল সিবিআই। তিনি জানিয়েছেন, পার্থের নির্দেশে বেশ কিছু কাজ করে দিতেন তিনি। এমনকি, নামের তালিকাও এক বার ‘টাইপ’ করে দিয়েছিলেন। তবে সেই তালিকায় চাকরিপ্রার্থীদের নাম ছিল কি না, তা তিনি বলতে পারেননি।

Advertisement

এসএসসি মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার সিবিআই যাঁকে হাজির করিয়েছিল, তিনি পার্থের সমাজমাধ্যম সামলাতেন। পার্থের দফতরে ব্যক্তিগত কিছু কাজও করে দিতেন। সিবিআই জানিয়েছে, তাদের দফতরে এই ব্যক্তিকে যখন জেরা করা হয়েছিল, তখন ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে তিনি চিনিয়ে দিয়েছিলেন। প্রসন্নের ছবি দেখে চিনতে পেরেছিলেন তিনি। পরে এই প্রসন্নকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এখনও তিনি জেলে।

সিবিআইয়ের এই সাক্ষীকে নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী। দাবি, পার্থের দফতরে এই ব্যক্তির নিয়োগের কোনও প্রমাণ সিবিআই দেখাতে পারেনি। মেলেনি নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। তা ছাড়া, প্রসন্নকেও এই ব্যক্তি চিনেছিলেন সিবিআইয়ের দেখানো ছবি দেখে। তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বলে দাবি করেছেন পার্থের আইনজীবী।

Advertisement

সিবিআইয়ের দাবি, পার্থের দফতরে বসে তাঁর নির্দেশে নামের তালিকা ‘টাইপ’ করেছেন তাঁর এই কর্মী। পার্থের আইনজীবী এই সংক্রান্ত প্রশ্ন করলে সাক্ষী জানান, নামের তালিকা তিনি ‘টাইপ’ করেছিলেন ঠিকই। পার্থের নির্দেশেই করেছিলেন। কিন্তু সেগুলি কাদের নাম, তা তাঁকে জানানো হয়নি।

নিয়োগ মামলায় ২০২২ সালে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে সরকারি চাকরি। একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এখন বিচারপ্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার এসএসসি মামলায় আর এক অভিযুক্ত তথা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে বিচার ভবনে। ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement