Strike

সকাল থেকে রেল অবরোধের জেরে নাকাল নিত্যযাত্রীরা, বেলা গড়াতে স্বাভাবিক পরিস্থিতি

অবরোধের জেরে হাওড়া এবং শিয়ালদহ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল। এক দিকে যেমন হাওড়া-বর্ধমান মেইন শাখার শ্রীরামপুরে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। অবরোধের জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৭:৪৪
Share:

হুগলির শ্রীরামপুরে রেল অবরোধ বন্‌ধ সমর্থকদের।— নিজস্ব চিত্র।

বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন সকালে রাজ্যেজুড়ে রীতিমতো বিপর্যস্ত হল রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে দফায় দফায় অবরোধের জেরে প্রায় সকাল দশটা পর্যন্ত বিভিন্ন জায়গায় আটকে যায় একাধিক ট্রেন। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন আটকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। হাওড়া-বর্ধমান মেন শাখার পাশাপাশি শিয়ালদহের বিভিন্ন শাখায় মঙ্গলবার সকাল থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা।

Advertisement

মঙ্গলবার সকালে প্রথমে রেল অবরোধের খবর মেলে শিয়ালদহ দক্ষিণ শাখায় যাদবপুর স্টেশনে। সেখানে দফায় দফায় অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। অন্য দিকে, এ দিন সকাল থেকেই দফায় দফায় রেল অবরোধ হয় হাওড়া-বর্ধমান মেন শাখার শ্রীরামপুরে। যার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় ঘণ্টা তিনেক। অবরোধ করা হয় উত্তরপাড়া, হিন্দমোটরেও। পাশাপাশি হুগলি, রিষড়ায় দফায় দফায় রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। ওভারহেড তারে কলাপাতা ফেলে রেল চলাচল বন্ধ করে দেন ধর্মঘট সমর্থকরা। বর্ধমানের সমুদ্রগড়েও দফায় দফায় রেল অবরোধের চলে। ভদ্রেশ্বর-মানকুণ্ডুর মাঝে রেল অবরোধ হয়। বেলা ১০টা নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুলিশ এবং সিআরপিএফ অবরোধ তুলে দেয়। ধীরে ধীরে শুরু হয় ট্রেন চলাচল।

পাশাপাশি, শিয়ালদহ শাখার হাসনাবাদ, বনগাঁয় অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধ হয় শিয়ালদহ উত্তর এবং মেন শাখার বিভিন্ন স্টেশনে। যার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। বাম কর্মী-সমর্থকরা রেল অবরোধ করেন বেলঘরিয়া-ইছাপুরে। রেল অবরোধ করা হয় মধ্যমগ্রাম স্টেশনেও। এরই মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় বিড়া-দত্তপুকুর স্টেশনের মাঝে বোমা উদ্ধার হওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। যদিও এর সঙ্গে বন্‌ধ সমর্থকদের কোনও যোগ আছে কি না, তা স্পষ্ট নয়। এ দিন সকালে অবরোধ করা হয় রামপুরহাটে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেখানে আরপিএফ এসে অবরোধকারীদের তুলে দেন।। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ১০টা ৪২ মিনিটে।

Advertisement

হুগলির চন্দননগরে রেল অবরোধ।— নিজস্ব চিত্র।

এ দিন সকাল থেকেই বিভিন্ন রেল লাইনে বসে পড়তে দেখা যায় বন্‌ধ সমর্থকদের। অন্য দিকে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্টেশনে পুলিশ মোতায়েনও চোখে পড়েছে। সকাল থেকে অবরোধের জেরে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। মালদহে শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৮.৫৩ মিনিটে। অন্যদিকে, আসানসোল শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় সকাল ৯টার নাগাদ।

আরও পড়ুন: লাইভ: ওড়িশায় সকাল থেকেই তালা স্কুল-কলেজে, মুম্বইতে বন্ধ বাস

আরও পড়ুন: লাইভ: কেরল, ওড়িশা, পশ্চিমবঙ্গে বন্‌ধের প্রভাব, অন্যত্র মিশ্র সাড়া

(দুই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, 'বাংলার' খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement