Mukul Roy

বিজেপিতে ছাত্র-নেতারা

ঘনিষ্ঠদের দাবি, মুকুলের ঘনিষ্ঠ হওয়ার কারণে দীর্ঘ দিন তৃণমূলে কোণঠাসা হয়ে থাকার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন সুজিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৫:৩৩
Share:

মুকুল রায়ের সঙ্গে সুজিত শ্যাম। ফাইল চিত্র।

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ছাত্র-নেতা সুজিত শ্যাম। তৃণমূলে বরাবরই মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুজিত বুধবার কলকাতায় বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর ঘনিষ্ঠদের দাবি, মুকুলের ঘনিষ্ঠ হওয়ার কারণে দীর্ঘ দিন তৃণমূলে কোণঠাসা হয়ে থাকার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন সুজিত। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুলবাবুই। ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও। সুজিত বলেন, ‘‘তৃণমূলে ছিলাম ১৬ বছর। ওখানে কাজের সুযোগ নেই। তাই সাধ্যমতো মানুষের কাজ করতে বিজেপিতে যোগ দিলাম।’’ পূর্ব বর্ধমানের ভাতারের এসএফআই নেতা সৌমেন কার্ফাও এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলা সিপিএমে বেশ কিছু দিন ধরেই সৌমেনেরা কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ‘আত্মপ্রচার’-এ ব্যস্ত হয়ে পড়ার অভিযোগ আনা হয়েছিল। সিপিএম আনুষ্ঠানিক ভাবে বহিষ্কার করার আগেই দল ছেড়ে গেরুয়া পতাকা তুলে নিয়েছেন সৌমেন। কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজ্যোতি রায় এবং প্রাক্তন চেয়ারপার্সন সান্ত্বনা রায়ও এ দিন বিজেপিতে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন