বন্‌ধে সমস্যায় পড়ুয়ারা

চলতি বছর থেকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) নিয়ম করেছে যে দেশের প্রতিটি কলেজকেই তার পরিকাঠামোর বিষয়ে হলফনামা দিতে হবে। তা দেওয়া না হলে সংশ্লিষ্ট কলেজ পড়ুয়া ভর্তি নিতে পারবে না। বাতিল হয়ে যেতে পারে অনুমোদনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৪:২৬
Share:

পাহাড়ে লাগাতার বন্‌ধে ফের বিপাকে শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি এমনই জটিল হয়েছে যে কোনও নতুন পড়ুয়া ভর্তি নিতে পারবে না দার্জিলিঙের শ্রীরামকৃষ্ণ বিটি কলেজ।

Advertisement

চলতি বছর থেকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) নিয়ম করেছে যে দেশের প্রতিটি কলেজকেই তার পরিকাঠামোর বিষয়ে হলফনামা দিতে হবে। তা দেওয়া না হলে সংশ্লিষ্ট কলেজ পড়ুয়া ভর্তি নিতে পারবে না। বাতিল হয়ে যেতে পারে অনুমোদনও। আগেই শ্রীরামকৃষ্ণ বিটি কলেজ নির্দিষ্ট দিনে হলফনামা জমা দিতে পারেনি। এনসিটিই কলেজটিকে ফের সুযোগ দেয়। কিন্তু বন্‌ধের জেরে এবারও হলফনামা জমা দিতে ব্যর্থ হয় কলেজটি। সূত্রের খবর, হলফনামার সঙ্গে জমা দিতে হতো দেড় লক্ষ টাকা। লাগাতার বন্‌ধ চলায় সেই টাকাও জমা দিতে পারেনি ওই কলেজ। এর ফলে কলেজটির অনুমোদন বাতিল হয়ে যাওয়ার কথা। যার জেরে অনিশ্চিত হয়ে পড়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ। ভর্তি হতে পারবেন না নতুন পড়ুয়ারাও। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, সমস্যা মেটাতে রাজ্য সরকার এনসিটিই-র সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। সমস্যা মেটাতে সাহায্যের আশ্বাস দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের একাংশও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement