প্রেসিডেন্সি, যাদবপুরে ফের মেঘ আন্দোলনের

পুজোর ছুটির পরে আজ, সোমবারই খুলছে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এ দিন থেকেই ফের আন্দোলন শুরু করতে চলেছেন দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০২:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

পুজোর ছুটির পরে আজ, সোমবারই খুলছে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এ দিন থেকেই ফের আন্দোলন শুরু করতে চলেছেন দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যাদবপুরের কলা বিভাগের ছাত্র সংসদের চেয়ারপার্সন সোমাশ্রী চৌধুরী জানান, অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গঠনের ফতোয়া জারি করে আসলে গণতন্ত্রকে ধ্বংস করেছে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয় যে সেটা মানছে না সেটা জানাতে বিকাশ ভবন অভিযানও করা হয়েছিল। এ বার ফের আলোচনা করে আন্দোলন শুরু করা হবে। ‘‘আমরা এই আন্দোলন থেকে সরছি না,’’ বলেন সোমাশ্রী।

Advertisement

প্রেসিডেন্সির পড়ুয়ারা জানান, প্রমোদদাকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ কর্তৃপক্ষ দিয়েছেন সেটা তাঁরা মানেন না। যে কারণে পুজোর ছুটি হওয়ার আগে ক্যান্টিনে তালা দিয়ে দিয়েছেন তাঁরা। প্রেসিডেন্সির ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিন্দম দোলাই বলেন, ‘‘আমরা যে তালা দিয়েছি সেটা কী অবস্থায় রয়েছে সেটা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement