Visva Bharati

ঘরে বসে পরীক্ষা রবীন্দ্রভারতীতেও

প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হবে নাকি পরীক্ষার্থীদের ই-মেল করা হবে সেগুলো তাঁরা পরীক্ষার্থীদের জানিয়ে দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৫
Share:

ঘরে বসে পরীক্ষার সিদ্ধান্তে সায় রবীন্দ্রভারতীরও।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ঘরে বসেই দিতে পারবেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকের এই সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরী জানান, বেশির ভাগ বিভাগেই হোম অ্য‍‌‌‌‌সাইনমেন্টে এবং 'ওপেন বুক' পরীক্ষা নেওয়া হবে। রবীন্দ্রসঙ্গীত-সহ কয়েকটি বিভাগের থিয়োরি পরীক্ষা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।প্রাকটিক্যাল পরীক্ষা অনলাইনেই হবে।

Advertisement

প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হবে নাকি পরীক্ষার্থীদের ই-মেল করা হবে সেগুলো তাঁরা পরীক্ষার্থীদের জানিয়ে দেবেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকও হয়। ডিসেম্বর মাসে বর্তমান উপাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। নতুন উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কে থাকবেন, সেই নিয়ে কোর্টে বৈঠকে সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, ভোটাভুটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশিস বন্দোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন