সুবীর সেন প্রয়াত

এত সুর আর এত গান থেমে গেল। প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী সুবীর সেন। ফুসফসের ক্যানসারে ভুগছিলেন সুবীরবাবু। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়।

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:২৮
Share:

এত সুর আর এত গান থেমে গেল। প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী সুবীর সেন। ফুসফসের ক্যানসারে ভুগছিলেন সুবীরবাবু। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৮১ বছর। বাংলা ও হিন্দিতে অজস্র হিট গানের শিল্পী সুবীরবাবু আধুনিক গানের জগতে এক বিশিষ্ট কণ্ঠ বলে চিহ্নিত। ‘সারা দিন তোমায় ভেবে’, ‘এত সুর আর এত গান’, ‘না-হয় থাকলে আরও কিছু ক্ষণ’-এর রোম্যান্টিক মেজাজ ভুলতে পারেনি বাঙালি। বলিউডে ‘কাঠপুতলি’ ছবির প্লে-ব্যাকের জন্য তাঁকে নিয়ে গিয়েছিলেন শঙ্কর জয়কিষেণ। ‘মাসুম’, ‘রূপ কা রানি চোরোঁ কা রাজা’, ‘বয়ফ্রেন্ড’-এর মতো ছবিতে গান গেয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement