SUCI

ঘরেই প্রতিষ্ঠা দিবস

রাজ্য দফতরেও ছিল মাল্যদান অনুষ্ঠান। লকডাউনের জন্যই অন্য বারের মতো সমাবেশ এ বার হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৩:০৮
Share:

ঢাকুরিয়া সেন্টারে এসইউসিআই-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। নিজস্ব চিত্র।

লকডাউনের মধ্যে চার দেওয়ালের ভিতরেই দলের ৭৩তম প্রতিষ্ঠা দিবস পালন করল এসইউসি। রাজ্যে বিভিন্ন দফতর এবং পার্টি সেন্টারে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এসইউসি নেতা-কর্মীরা। দলের শিবপুর সেন্টারে শিবদাসবাবুর মূর্তিতে শ্রদ্ধা জানান এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোয, ঢাকুরিয়া সেন্টারে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। রাজ্য দফতরেও ছিল মাল্যদান অনুষ্ঠান। লকডাউনের জন্যই অন্য বারের মতো সমাবেশ এ বার হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement