এসইউসি-র মিছিল

কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তি থেকে শুরু করে মঙ্গলবার দুপুরে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০২:৩৪
Share:

এসইউসিআই-র মিছিল। নিজস্ব চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রতিরোধে এবং দেশ জুড়ে বিক্ষোভকারীদের উপরে পুলিশের ‘অত্যাচারে’র প্রতিবাদে ‘ধিক্কার মিছিল’ করল এসইউসি। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তি থেকে শুরু করে মঙ্গলবার দুপুরে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। মিছিলের জেরে মধ্য কলকাতার রাস্তায় যানচলাচল জট পাকিয়ে গিয়েছিল বেশ কিছু সময় ধরে। মিছিলের শুরুতে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল প্রমুখ গণকমিটি গড়ে তুলে রাজ্য জুড়ে সুশৃঙ্খল আন্দোলনের আহ্বান জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন