SUCI

করোনা-যুদ্ধে ‘দাবি দিবস’

এসইউসি-র বক্তব্য, করোনা সঙ্কট মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০২:৪৩
Share:

প্রতীকী ছবি।

করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দল এবং চিকিৎসক, নার্স ও বিজ্ঞান সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের দাবিতে আগামী ৩০ এপ্রিল ‘দাবি দিবস’ পালন করবে এসইউসি। ওই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। এসইউসি-র বক্তব্য, করোনা সঙ্কট মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘ লকডাউনে আর্থিক ভাবে বিপন্ন, শ্রমজীবী মানুষ সরকারের বরাদ্দ রেশনও সব জায়গায় ঠিকমতো পাচ্ছেন না। পাশাপাশি, লকডাউনের বিধি ভেঙে কোথাও কোথাও মদের দোকান খোলার প্রতিবাদ এবং আশা ও পুর স্বাস্থ্যকর্মীদের করোনা-পরিষেবার কাজে মাস্ক, হাতশুদ্ধি-সহ সব রকমের সুরক্ষা বর্ম দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন