প্রতীকী ছবি।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নতুন সভাপতি হলেন সুদীপ্ত মুখোপাধ্যায়। তিনি শিবপুর আইআইইএসটি’র অধ্যাপক। এর আগে সংগঠনের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তবে বদলায়নি সম্পাদকের মুখ। দ্বিতীয়বারের জন্য ওই পদে নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি সরকার। আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর গুজরাতে সংগঠনের রাষ্ট্রীয় অধিবেশন।
সপ্তর্ষির বক্তব্য, অধিবেশন থেকেই দলের অন্য পদগুলিতে নতুন মুখ ঘোষণা করা হবে। কিন্তু একটি ছাত্র সংগঠনের সভাপতি শিক্ষক কেন? সপ্তর্ষির ব্যাখ্যা, এবিভিপি’তে সম্পাদকই প্রধান। সভাপতির পদটি অভিভাবকের। সে কারণে বরাবরই ওই পদ অছাত্রদের জন্য রাখা থাকে।
অন্য দিকে, এ দিনই বিজেপির ওবিসি মোর্চার প্রতিনিধি দল কলকাতায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে। তাদের অভিযোগ, এ রাজ্যে পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের তুলনায় চাকরিতেও পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা নেই এ রাজ্যে।