State News

‘দেশপ্রেম দিবস’ চেয়ে মোদীকে চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৫:০১
Share:

—ফাইল চিত্র।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, দেশপ্রেম, সংহতি ও ধর্মনিরপেক্ষতার প্রতীক ছিলেন নেতাজি। বর্তমান সময়ে যে পরম্পরা রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীকে চিঠিতে সুজনবাবু মনে করিয়ে দিয়েছেন, স্বয়ং মোহনদাস কর্মচন্দ গাঁধী নেতাজি সুভাষকে ‘পেট্রিয়ট অফ পেট্রিয়ট্স’ বলে অভিহিত করেছিলেন। একই দাবিতে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement