Bengal Recruitment Case

বাড়ির বাইরে যেতে চাই! হাই কোর্টে আবেদন ‘কালীঘাটের কাকু’র, বিচারপতির প্রশ্ন: আপনি মুক্ত বাতাস চাইছেন?

সুজয়কৃষ্ণ বর্তমানে বেহালার বাড়িতে সিবিআইয়ের নজরবন্দিতে রয়েছেন। সর্বক্ষণ তাঁকে পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বুধবার হাই কোর্টে সুজয়কৃষ্ণের আবেদন, তাঁকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৮:৪০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাড়ির বাইরে যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করলেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিনে মুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এই আবেদনের প্রেক্ষিতে আদালতের প্রশ্ন, ‘কাকু’ কি মুক্ত বাতাস চাইছেন?

Advertisement

সুজয়কৃষ্ণ বর্তমানে বেহালার বাড়িতে সিবিআইয়ের নজরবন্দিতে রয়েছেন। সর্বক্ষণ তাঁকে পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বুধবার হাই কোর্টে সুজয়কৃষ্ণের আবেদন, তাঁকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হোক। আলিপুরের ইডি আদালতের আওতাধীন যে এলাকা রয়েছে, তার মধ্যেই যে কোনও জায়গায় তিনি যাতে যাতায়াত করতে পারেন, তার অনুমতি দেওয়া হোক।

সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, ‘‘তদন্ত শেষ হয়ে গিয়েছে। আমার মক্কেল অন্তর্বতী জামিন পাওয়ার পর পাঁচ মাস কেটে গিয়েছে। সিবিআই এক বারও জিজ্ঞাসাবাদ করেনি। এই অবস্থায় জামিনের শর্ত শিথিল করা হোক।’’

Advertisement

বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী বলেন, ‘‘অসুস্থতার কারণ দেখিয়ে অভিযুক্ত অন্তর্বর্তী জামিন নিয়েছেন। অসুস্থ হলে বাড়িতে থাকুন। এখন বলছেন বাড়ির বাইরে যেতে চাই।’’ এর পরেই সুজয়কৃষ্ণের উদ্দেশে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, ‘‘আপনি তো এখন জেলে নেই। এখন হয়তো মুক্ত বাতাস চাইছেন।’’

সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতে জানান, কোনও বন্ধু, আত্মীয়েরা বাড়িতে আসতে পারছেন না। তাঁদের অন্তত অনুমতি দেওয়া হোক। আদালত জানায়, এই বিষয়ে সিবিআই নিজেদের অবস্থান জানাবে। তার পরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে।

বুধবার সুজয়কৃষ্ণের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। বিচারপতি ঘোষ জানান, আগামী ৩১ অগস্ট পর্যন্ত পূর্ব শর্ত মেনে জামিনে থাকবেন ‘কালীঘাটের কাকু’। আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement