Sukanta Majumdar

Sukanta Majumder: সিএএ চালু করবই: সুকান্ত

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর প্রাক্তন সাংসদ তৃণমূলের মমতা ঠাকুর বলেন, ‘‘বিজেপি আগে ঠিক করুক, নীতিগত ভাবে ওরা সিএএ চায় কি না। মতুয়ারা ভোট দেন, কাজেই তাঁরা ইতিমধ্যেই দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্ব নেওয়ার কী আছে?’’

Advertisement
বনগাঁ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৫
Share:

ফাইল চিত্র।

পুরভোটের আগে নয়া নাগরিকত্ব আইন (সিএএ) চালু করার প্রতিশ্রুতি বিজেপি নেতৃত্বের মুখে। বৃহস্পতিবার পুরভোটের প্রচারে উত্তর ২৪ পরগনার বনগাঁয় আসেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘সিএএ আমরা আজ নয় তো কাল চালু করবই। বিষয়টি নিয়ে সর্বোচ্চ স্তরে চিন্তাভাবনা চলছে।’’ সুকান্তর দাবি, ‘‘রাজ্য সরকার বিরোধিতা করছে বলেই এ রাজ্যে সিএএ চালু করতে দেরি হচ্ছে। রাজ্য সরকার চাইলে আমরা কালই নিয়মকানুন তৈরি করে সিএএ চালু করব।’’

Advertisement

সুকান্ত মতুয়া ভোটের দিকে তাকিয়েই সিএএ নিয়ে এই মন্তব্য করেছেন, এমনটাই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। মতুয়ারা দীর্ঘদিন ধরে নাগরিকত্বের দাবিতে আন্দোলন করে আসছেন। বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গাইঘাটায় এসে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেন। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক ও টিকাকরণের কাজ শেষ হলে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন তিনি। তা এখনও শুরু হয়নি। কয়েক মাস আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানিয়েছিলেন, কেন্দ্রের এখনই সিএএ কার্যকর করার চিন্তাভাবনা নেই। তাতে আশাহত হন মতুয়া সমাজের বড় অংশ। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন আগে। তিনি জানিয়েছিলেন, মতুয়াদের কেন নাগরিকত্ব দিতে দেরি হচ্ছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। শান্তনুকে এ দিন দলের রাজ্য সভাপতির কর্মসূচিতে দেখা যায়নি। তাঁর সঙ্গে টেলিফোনেও যোগাযোগ করা যায়নি। মতুয়াদের একটি সূত্রের দাবি, ভোটের কাজে তিনি উত্তরপ্রদেশে আছেন।

তৃণমূল সুকান্তের কথার সমালোচনা করেছে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ওঁর রাজনৈতিক পরিপক্বতা নেই। ওঁর জানা উচিত, সিএএ-এর বিধি এখনও চালু হয়নি। সুপ্রিম কোর্টে এটি নিয়ে ১৪৯টি মামলা চলছে। দ্বিতীয় দিলীপ ঘোষ তৈরি হচ্ছেন সুকান্ত।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘এ সব কথা বললে জেলা থেকে ধোলাই খেয়ে ফিরতে হবে।’’

Advertisement

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর প্রাক্তন সাংসদ তৃণমূলের মমতা ঠাকুর বলেন, ‘‘বিজেপি আগে ঠিক করুক, নীতিগত ভাবে ওরা সিএএ চায় কি না। মতুয়ারা ভোট দেন, কাজেই তাঁরা ইতিমধ্যেই দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্ব নেওয়ার কী আছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন