Sundarban

সুন্দরবনে ধীবরদের বিরুদ্ধে বাঘ-নিগ্রহের অভিযোগ

কয়েক জন মৎস্যজীবীর কাছ থেকে ঘটনাটি জানতে পারেন বন দফতরের কর্মীরা। বাঘ নিগ্রহের ঘটনার ভিডিও ক্লিপও পাওয়া গিয়েছে। ভিডিও ক্লিপটি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বন দফতরের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ২২:০০
Share:

নিজস্ব চিত্র

বাঘের সঙ্গে ঘর যাঁদের, সুন্দরবনের সেই মৎস্যজীবীদের বিরুদ্ধেই বাঘকে নিগ্রহের অভিযোগ উঠল।

Advertisement

বন দফতর সূত্রে খবর, দিন কয়েক আগে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে নদীতে সাঁতরে জঙ্গলের দিকে যাচ্ছিল একটি বাঘ। সে সময়ে মৎস্যজীবীদের কয়েকটি ট্রলার বাঘটিকে ঘিরে ফেলে বাঁশ দিয়ে মারার চেষ্টা করে। সে সময় নদীতে ভরা জোয়ার ছিল। ঢেউও ছিল প্রবল। সাঁতরাতে সাঁতরাতে বাঘটি হাঁফিয়ে উঠে। তাকে বাঁশ দিয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। তাকে ধাওয়া করলেও কিন্তু কোনও রকমে সাঁতরে জঙ্গলে পৌঁছতে পারে বাঘটি।

কয়েক জন মৎস্যজীবীর কাছ থেকে ঘটনাটি জানতে পারেন বন দফতরের কর্মীরা। বাঘ নিগ্রহের ঘটনার ভিডিও ক্লিপও পাওয়া গিয়েছে। ভিডিও ক্লিপটি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বন দফতরের কর্তারা।

দেখুন ভিডিয়ো

Advertisement

বন দফতর সূত্রে খবর, আগেও বেশ কয়েক বার এমন ভাবে বাঘের উপর আক্রমণের ঘটনার অভিযোগ এসেছে। বর্ষায় শ’য়ে শ’য়ে ট্রলার সুন্দরবনের বিভিন্ন নদীতে মাছ ধরার জন্য ঘোরাফেরা করে। বন দফতরের এক কর্তা বলেন, বাঘের নিজস্ব যাত্রাপথে মৎস্যজীবীদের ট্রলার এসে পড়ছে। এবং তখন বাঘের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বন দফতরের এক কর্তা জানান, ওই সময় কোন কোন ট্রলার ওই এলাকায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার উপকূল সংলগ্ন থানাগুলির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখছি।’’ ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি বলেন, ‘‘বাঘ এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাতায়াত করে। সেখানে গিয়ে হামলা চালানো অপরাধের সামিল। আমরাও ওই মৎস্যজীবীদের শনাক্ত করে কড়া শাস্তির সুপারিশ করব।’’


আরও পড়ুন:৩ দশকে চরম দুর্দশায় পড়বেন ৬০ কোটিরও বেশি ভারতীয়, বলছে বিশ্ব ব্যাঙ্ক
আরও পড়ুন: মানুষ এড়াতে বদলে যাচ্ছে বন্য জীবন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন