State news

কংগ্রেসে মিশে গেল ইউনিয়ন মুসলিম লিগ, যোগ দিল আরও

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুসলিম লিগ দলটিও এ দিন কংগ্রেসের সঙ্গে মিশে গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ২৩:০৯
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন অন্য দলের কর্মী-সমর্থকেরা। —নিজস্ব চিত্র।

পশিচমবঙ্গের ইউনিয়ন মুসলিম লিগ শাখা মিশে গেল কংগ্রেসে। সোমবার বিধানভবনে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন এ রাজ্যের ইউনিয়ন মুসলিম লিগের সভাপতি শাহেনশা জাহাঙ্গির।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুসলিম লিগ দলটিও এ দিন কংগ্রেসের সঙ্গে মিশে গেল।

এ ছাড়াও এ দিন আরও অন্য দলের কর্মী সমর্থকেরাও কংগ্রেসে যোগ দেন। রাজ্য তৃণমূলের তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি সেলের সম্পাদিকা কল্যাণী হালদারের নেতৃ্ত্বেও বেশ কিছু কর্মী-সমর্থক এ দিন কংগ্রেসে যোগ দেন।

Advertisement

আরও পড়ুন: কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স বাড়ল

সিপিআই (এম) নেতা ইফতেকার ইউসুফের নেতৃত্বেও প্রায় ১০০০ বাম কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন