Vice Chancellors Appointment

সরছেন শান্তা! কলকাতা এবং যাদবপুর-সহ ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি সুপ্রিম কোর্টের

রাজ্যের শাসকদল তৃণমূলের ছাত্রশাখার প্রতিষ্ঠা দিবসের দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পড়েছিল। তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের অসন্তোষের মুখে পড়েছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা। তার পরেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৭
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। —ফাইল চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপচার্য নিয়োগে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানেই রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা কাটে। এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র পরিবর্তে নতুন স্থায়ী উপাচার্য পেতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি রাজ্যের শাসকদল তৃণমূলের ছাত্রশাখার প্রতিষ্ঠা দিবসের দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পড়েছিল। তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের অসন্তোষের মুখে পড়েছিলেন শান্তা।

Advertisement

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকার এবং রাজ্যপাল (বিশ্ববিদ্যালয়ের আচার্য)-এর সংঘাত দীর্ঘ দিন ধরে চলছে সুপ্রিম কোর্টে। এই বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। কমিটির দায়িত্ব ছিল, যাঁদের নাম উপাচার্য হিসাবে নিয়োগের জন্য প্রস্তাবিত হয়েছে, তাঁদের মূল্যায়ন করা। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ওই কমিটির সুপারিশগুলি খতিয়ে দেখে। এর পরে যে নামগুলির ক্ষেত্রে রাজ্যপাল এবং রাজ্য সরকারের কোনও আপত্তি নেই, সেই নিয়োগগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত জানায়, যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যপাল (বিশ্ববিদ্যালয়ের আচার্য)-এর সম্মতি রয়েছে, সেগুলিতে উপাচার্য নিয়োগ করা হোক। আদালতের এই নির্দেশের ফলে ছ’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে জটিলতা কাটল। তবে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে জট এখনও রয়ে গিয়েছে। আগামী শুনানিতে এই বিষয়গুলি শুনবে সুপ্রিম কোর্ট।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশনামা অনুসারে, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়— এই ছ’টি বিশ্ববিদ্যালয় নিয়ে জট কেটেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য পদে রয়েছেন শান্তা দত্ত দে। সেখানে আশুতোষ ঘোষকে নতুন উপাচার্য হিসাবে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশুতোষ অতীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। এ বার স্থায়ী উপাচার্য পদে তাঁকে বসানো হচ্ছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চিরঞ্জীব ভট্টাচার্যকে বসানো হচ্ছে। তিনি অতীতে যাদবপুরেই রেজিস্ট্রার এবং সহ-উপাচার্য হিসাবে দায়িত্ব সামলেছেন। এ ছাড়া বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেব, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ এবং গৌড়বঙ্গে আশিস ভট্টাচার্য, কাজি নজরুলে উদয় বন্দ্যোপাধ্যায়।

(প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে জট কাটছে বলে লেখা হয়েছিল। তালিকায় ছিল উত্তরবঙ্গ এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ও। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনামা প্রকাশের পরে জানা যায়, ছ’টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে জট কেটেছে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement