SSC Recruitment Case

প্রতিবন্ধী হোন বা না-হোন, এক জন ‘দাগি’কেও চাকরি নয়! বলে দিল সুপ্রিম কোর্ট, এসএসসি-র সব মামলা ফিরল হাই কোর্টে

নতুন নিয়োগপ্রক্রিয়ায় ‘দাগি’ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদেরও সুযোগ দিয়েছিল এসএসসি।। তা বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। সেই সংক্রান্ত মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৫:৫৮
Share:

এসএসসি-র সব মামলা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত হাই কোর্টই নেবে। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এক জন ‘দাগি’ (টেন্টেড) চাকরিপ্রার্থীকেও চাকরি দিতে পারবে না এসএসসি। তা তিনি প্রতিবন্ধী হোন বা না-হোন।

Advertisement

অভিযোগ, নতুন নিয়োগপ্রক্রিয়ায় ‘দাগি’ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদেরও সুযোগ দিয়েছিল এসএসসি।। তা বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে গেলে কমিশন জানিয়েছিল, আদালতের রায় পড়ে তাদের মনে হয়েছে, দাগি প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। নতুন করে তাঁরা চাকরিও পেতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়েছে, তা সম্ভব নয়। কোনও দাগি চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়া যাবে না।

আদালত আরও জানিয়েছে, এসএসসি-র অন্য সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে যত মামলা বিচারাধীন রয়েছে, তা হাই কোর্ট শুনবে। সুপ্রিম কোর্ট আপাতত এই সংক্রান্ত আর কোনও মামলা শুনবে না। যদি হাই কোর্টের সিদ্ধান্তে কোনও সমস্যা তৈরি হয়, আবার তা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো যাবে।

Advertisement

নিয়োগপ্রক্রিয়ার জটিলতা এসএসসি-ই তৈরি করেছে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিচারপতি বুধবার জানান, শূন্যপদ তৈরি করে নিয়োগ করতে আদালত বলেনি। সেখান থেকেই জটিলতার সূত্রপাত।

উল্লেখ্য, ২০১৬ সালের সমগ্র প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বলা হয়েছিল, যাঁরা ‘দাগি’ হিসাবে চিহ্নিত, তাঁরা কোনও ভাবেই নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। তাঁদের ফেরত দিতে হবে বেতনও। সেই অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া শুরুও করে দিয়েছে কমিশন। পরীক্ষার পর যে মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তা নিয়ে ফের জটিলতা তৈরি হয়। তবে সব মামলা আপাতত হাই কোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট করে দেওয়া হল, ‘দাগি’দের নিয়ে নির্দেশে কোনও ব্যতিক্রম নেই। প্রতিবন্ধী হলেও নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement