কাঁচামালের দাম বেশি, কাজ বন্ধ কারখানায়

কাঁচামালের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমানের রানিগঞ্জের একটি বেসরকারি ইস্পাত কারখানা। এর প্রতিবাদে সোমবার কারখানার গেটে সিটুর নেতৃত্বে বিক্ষোভ দেখান শ্রমিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০৩:১০
Share:

কাঁচামালের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমানের রানিগঞ্জের একটি বেসরকারি ইস্পাত কারখানা। এর প্রতিবাদে সোমবার কারখানার গেটে সিটুর নেতৃত্বে বিক্ষোভ দেখান শ্রমিকেরা।

Advertisement

শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড নামে ওই সংস্থার তরফে এ দিন একটি বিবৃতি দিয়ে জানানো হয়, রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে তাঁদের কারখানাটিতে শ্রমিক সংক্রান্ত কোনও সমস্যা বা কোনও ধরনের অশান্তি নেই। শুধুমাত্র কাঁচামাল ঠিক মতো দামে না মেলায় সাময়িক ভাবে কাজ বন্ধ রাখার পরিকল্পনা হয়েছে। কাঁচামাল নিয়ে সমস্যা মিটে গেলেই ফের কাজ শুরু হবে।

বছর পনেরো আগে ইস্পাত ও বিদ্যুৎ উৎপাদনের জন্য কারখানাটি গড়ে ওঠে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় এক হাজার শ্রমিক-কর্মী রয়েছেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ নোটিস দেন, ১ সেপ্টেম্বর থেকে কাজ সাময়িক বন্ধ থাকবে। এই নোটিস দেখে শ্রমিক-কর্মীদের মাথায় হাত পড়ে। এ দিন সিটুর তরফে সেখানে একটি প্রতিবাদ সভাও করা হয়। সিটুর বর্ধমান জেলা সম্পাদক তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর অভিযোগ, ‘‘পুজোর আগে এমন সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এই শিল্পাঞ্চলে এ ভাবে অনেক কারখানাই বন্ধ হয়ে গিয়েছে। এর পিছনে শাসক দলের মদত রয়েছে। শ্রম দফতরও পদক্ষেপ করছে না।’’

Advertisement

কারখানা বন্ধে মদতের অভিযোগ উড়িয়ে আসানসোলের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, কাজ বন্ধ না করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন তাঁরা। আসানসোলের শ্রম দফতরের তরফে জানানো হয়, বিষয়টি নিয়ে কারখানার সঙ্গে কথা বলা হবে। কারখানার কর্তারা যদিও জানান, উৎপাদন একেবারে বন্ধ নয়, কিছু দিন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে মাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন