(বাঁ দিক থেকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতি দিন ফোনে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এবং কথা বলছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের কাছে এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণও কমিশনের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত আরও কিছু অভিযোগ জানিয়েছেন শুভেন্দু।
রাজ্যে এসআইআরের প্রস্তুতি খতিয়ে দেখতে চার দিনের সফরে রাজ্যে এসেছে কমিশনের প্রতিনিধিদল। ইতিমধ্যেই পাঁচ জেলার নির্বাচনী আধিকারিক (ডিইও) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-দের সঙ্গে বৈঠক করেছেন প্রতিনিধিদলের সদস্যেরা। শুক্রবার নিউ টাউনে ইভিএমের ‘ফার্স্ট লেভেল চেকিং’ (এফএলসি) নিয়ে একটি কর্মশালায় যোগ দিয়েছেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের প্রায় সব শীর্ষ পদাধিকারীই সেখানে রয়েছেন। কমিশনের কাছেই শুভেন্দু তাঁর অভিযোগগুলি জানিয়েছেন।
শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে রাজ্য নির্বাচনী দফতর থেকে এখনও কিছু বলা হয়নি। সূত্রের খবর, যেহেতু শুভেন্দু নির্বাচন কমিশনের কাছে ওই অভিযোগ (মুখ্যমন্ত্রী সংক্রান্ত অভিযোহ-সহ) জানিয়েছেন, তাই রাজ্য নির্বাচনী দফতর ওই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করবে না বা প্রতিক্রিয়া জানাবে না। যা বলার, কমিশনই বলবে। অথবা বলবে না। কমিশন সূত্রের বক্তব্য, সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দুর দাবি, কমিশনের প্রতিনিধিদল অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
শুক্রবার শুভেন্দুর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদল কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে। সেই সাক্ষাতের পরে শুভেন্দু জানান, রাজ্যে কী ভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে, কমিশনের হাতে তার খতিয়ান তুলে দিয়েছেন তাঁরা। প্রশাসনের একাংশ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রেখে দিতে চাইছে বলেও অভিযোগ করেছেন। শুভেন্দু জানান, কমিশনের প্রতিনিধিদের কাছে ভোটার তালিকায় হিন্দু শরণার্থীদের নাম তোলার বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁর কথায়, “হিন্দু শরণার্থীদের নাম তোলার ব্যবস্থা করতে হবে কমিশনকে। সেটা তাদের দায়িত্ব। নাম বাদ দিতে হবে অনুপ্রবেশকারীদের।”
তার পরেই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে নিয়মিত কথা বলেন বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্যসচিব মনোজ পন্থের ফোন ব্যবহার করে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে প্রায়ই কথা বলেন মুখ্যমন্ত্রী। শেষ যে দিন বিজেপির প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে, সে দিনও অরুণ ২০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে দাবি শুভেন্দুর। এর আগে এসআইআরে কর্মরত ৬৭ জন বুথ লেভেল অফিসার (বিএলও)-এর বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপি। তাঁদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, শুক্রবার কমিশনের কাছে সেই প্রশ্নও তোলেন শুভেন্দুরা।