জয়ের পুরস্কার স্মার্টফোন

খড়্গপুরে উপনির্বাচনের প্রস্তুতিতে ৫৪ জন পর্যবেক্ষক নিয়োগ করেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৫০
Share:

ছবি: সংগৃহীত।

কর্পোরেটের ধাঁচে ভাল ‘পারফরম্যান্স’ বা কাজের জন্য ইনসেন্টিভ বা পুরস্কার দেওয়ার রেওয়াজ এ বার রাজনীতির আঙিনায় নিয়ে এলেন শুভেন্দু অধিকারী। খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ‘সৈনিক’, ৫৪ জন দলীয় পর্যবেক্ষককে স্মার্টফোন উপহার দিলেন তিনি।

Advertisement

খড়্গপুরে উপনির্বাচনের প্রস্তুতিতে ৫৪ জন পর্যবেক্ষক নিয়োগ করেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু। তাঁদের নিয়ে জুনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়। পরে মেদিনীপুরে কাজ করবেন ওই পর্যবেক্ষকেরা। জয়ের পরে খড়্গপুরে গিয়ে শহরবাসীকে প্রণাম জানান শুভেন্দু। একই চিত্র কালিয়াগঞ্জে। ফল ঘোষণার পরে মঙ্গলবারেই প্রথম বিধানসভায় যান শুভেন্দু। তাঁকে অভিনন্দন জানান তৃণমূলের মন্ত্রী-বিধায়কেরা। বিরোধী দু’-এক জন বিধায়কও সেই তালিকায় ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন