Suvendu Adhikari

ডায়মন্ড হারবার নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ফলের নিরিখে শুভেন্দুর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কী অবস্থা, তা দেখে নেওয়ার ‘পরামর্শ’ও দিয়েছে শাসক দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ০৮:১৯
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় বুধবার বিরোধী দলনেতা বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আবার হারাব। যেখানে দাঁড়াবেন, সেখান থেকে হারাব! যে কোনও লোকসভা কেন্দ্রে দাঁড়ান। আমি দলের থেকে আপনাকে হারানোর দায়িত্ব চেয়ে নেব। শুধু সংরক্ষিত আসনে দাঁড়াতে পারব না। আর ডায়মন্ড হারবারে অন্য প্রার্থীকে দিয়ে ভাইপোকে হারাব। ওখানে আপনাকে লাগবে না!’’ বিরোধী দলনেতার এই মন্তব্যকে অবশ্য ‘প্রলাপ’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ফলের নিরিখে শুভেন্দুর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কী অবস্থা, তা দেখে নেওয়ার ‘পরামর্শ’ও দিয়েছে শাসক দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন