ভোটের কৌশল জানাতে আসছেন শুভেন্দু

দলীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কলকাতায় তৃণমূলের মালদহের বাছাই করা কয়েকজন জেলা নেতৃত্ব ও ব্লক পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জেলার ব্লকগুলিতে সাংগঠনিক কাজকে আরও জোরাল করতে বেশ কয়েক জন নেতাকে বিভিন্ন ব্লকের দলীয় পর্যবেক্ষকদের সঙ্গে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৬
Share:

৫ মার্চ মালদহে এসে সভা করবেন তৃণমূলের দলীয় পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।—ফাইল চিত্র।

মালদহের দু’টি লোকসভা আসনই দখল করতে এ বার দলের পঞ্চায়েত সদস্য সহ অঞ্চল ও বুথ সভাপতিদের বেশি করে সক্রিয় করতে চাইছে তৃণমূল। কিভাবে ওই সদস্যদের ভোটের প্রচারের কাজে নামানো হবে সে নিয়ে সড়গড় করতে আগামী ৫ মার্চ মালদহে এসে সভা করবেন তৃণমূলের দলীয় পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পরদিন কালিয়াচকের কারবালা মাঠে দক্ষিণ মালদহ লোকসভা এলাকার বুথ স্তরের বাছাই করা কর্মীদের নিয়ে কর্মিসভাও করবেন শুভেন্দুবাবু।

Advertisement

দলীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কলকাতায় তৃণমূলের মালদহের বাছাই করা কয়েকজন জেলা নেতৃত্ব ও ব্লক পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জেলার ব্লকগুলিতে সাংগঠনিক কাজকে আরও জোরাল করতে বেশ কয়েক জন নেতাকে বিভিন্ন ব্লকের দলীয় পর্যবেক্ষকদের সঙ্গে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বারের পঞ্চায়েত নির্বাচনে মালদহে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। জেলা পরিষদের পাশাপাশি ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৩টিই তাঁদের দখলে। আবার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১০টি পঞ্চায়েতও দখল করেছে তারা। পঞ্চায়েত ভোটে তাঁদের ঠিক পিছনেই, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। জেলার দু’টি পুরসভাও দলের দখলে।

Advertisement

এর মধ্যে গত ২৮ জানুয়ারি মালদহ জেলা কংগ্রেসের সভানেত্রী তথা উত্তর মালদহের সাংসদ মৌসম নুর যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি আরও বেড়েছে। গত সফরে মালদহে এসে জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাপতিদের ভোটের টার্গেট বেঁধে দিয়েছিলেন। গ্রাম পঞ্চায়েত পিছু অন্তত ৫ হাজার ভোট লিড যাতে আসে সে ব্যাপারে তাঁদের নির্দেশ দিয়েছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, কিভাবে সেই ভোট দলের ঝুলিতে আসবে বা কিভাবে প্রচারে ঝাঁপাতে হবে সেই দিক নির্দেশ করতে শুভেন্দু আগামী ৫ তারিখ জেলায় আসছেন।

এ দিন সন্ধ্যায় কলকাতায় জেলার দলীয় নেতৃত্বদের সঙ্গে শুভেন্দুর বৈঠকের পরে দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ তারিখ শুভেন্দু পুরাতন মালদহের একটি ভবনে জেলার ত্রিস্তরের সমস্ত দলীয় সদস্য থেকে শুরু করে জেলার ১৪৬টি দলীয় অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেখানেই তিনি রণকৌশল বাতলাবেন। এ ছাড়া গত ৩০ জানুয়ারি উত্তর মালদহ লোকসভা এলাকার পুরাতন মালদহের নিত্যানন্দপুরে একটি দলীয় জনসভা হলেও দক্ষিণ মালদহে তা হয়নি। সেকারণে ৬ তারিখ কালিয়াচকের কারবালা মাঠে জনসভা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন