Panagarh Accident Case

অত জোরে চালাচ্ছিল কেন? সিসি ফুটেজ দেখে সুতন্দ্রার মায়ের আঙুল এ বার মৃত মেয়ের গাড়িচালকের দিকে

পানাগড়কাণ্ডে এ বার মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালকের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। জানান, এখন কারও কথাই তাঁর বিশ্বাস হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৭
Share:

(বাঁ দিকে) সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চট্টোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল ছবি।

পানাগড়কাণ্ডে এ বার মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালকের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাঁর প্রশ্ন, মেয়ের গাড়ি এত জোরে চালাচ্ছিলেন কেন চালক? চালককে কেন কেউ আস্তে গাড়ি চালাতে বললেন না? কারও কথাই তাঁর বিশ্বাস হচ্ছে না বলেও জানালেন তনুশ্রী।

Advertisement

গত রবিবার রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চন্দননগরের বাসিন্দা, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা (২৭)-র। প্রাথমিক ভাবে অভিযোগ ওঠে, কয়েক জন মত্ত যুবক একটি সাদা গাড়িতে করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে বার বার ধাক্কা দেন। তার ফলে সুতন্দ্রাদের গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। যদিও পরে সিসিটিভি ফুটে প্রকাশ্যে এনে পুলিশ দাবি করে, রেষারেষির কারণে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল পানাগড়ে। সুতন্দ্রাদের গাড়িটিকে বার বার ধাক্কা দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে পুলিশের দাবি ছিল, তরুণীর গাড়িই যুবকদের সাদা গাড়িটিকে তাড়া করছিল ওই রাতে। কয়েকটি সিসি ফুটেজেও সুতন্দ্রার গাড়িটিকে যুবকদের গাড়ির পিছনে পিছনে যেতে দেখা গিয়েছে। সেই সময় সুতন্দ্রার গাড়ির গতিও বেশি ছিল।

এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন সুতন্দ্রার মা। বুধবার তিনি বলেন, ‘‘আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম, সাদা গাড়িটা আগে যাচ্ছে। পিছনে আমাদের গাড়িটা। আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন, এত জোরে কেন চালাচ্ছিল? কেন দাঁড়িয়ে গেল না? গাড়িতে যারা ছিল, তারা কেন ড্রাইভারকে এত জোরে চালাতে বারণ করল না?’’ মেয়ের গাড়িচালকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তনুশ্রীর দাবি, নীল গাড়ি হোক বা সাদা গাড়ি, সঠিক তদন্ত করে অপরাধীর শাস্তির ব্যবস্থা করা হোক।

Advertisement

সুতন্দ্রার মায়ের সন্দেহ, কোথাও কিছু একটা লুকোনো হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কোন গাড়ির লোক দোষী, পুলিশ তদন্ত করে বার করুক। কোথাও কিছু একটা হাইড (লুকোনো) হচ্ছে বলে মনে হচ্ছে। আমার মেয়ে গিয়েছে। মেয়েটা আমার। তাই আমার সন্দেহ হচ্ছে। সিসিটিভি দেখে আরও সন্দেহ বাড়ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement