তাপস-মামলা উঠছে আজ

তৃণমূল সাংসদ তাপস পালের উস্কানিমূলক উক্তি নিয়ে সিআইডি তদন্তের উপরে স্থগিতাদেশের সময়সীমা আজ, মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে। আর আজই মামলাটি কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে ওঠার কথা। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মতভেদের পরিপ্রেক্ষিতে মামলাটি তৃতীয় বেঞ্চে গিয়েছে। ওই এজলাসের বিচারপতি নিশীথা মাত্রেই ফয়সালা করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৮
Share:

তৃণমূল সাংসদ তাপস পালের উস্কানিমূলক উক্তি নিয়ে সিআইডি তদন্তের উপরে স্থগিতাদেশের সময়সীমা আজ, মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে। আর আজই মামলাটি কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে ওঠার কথা। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মতভেদের পরিপ্রেক্ষিতে মামলাটি তৃতীয় বেঞ্চে গিয়েছে। ওই এজলাসের বিচারপতি নিশীথা মাত্রেই ফয়সালা করবেন।

Advertisement

সোমবার বিচারপতি মাত্রের আদালতে এই মামলার কথা উল্লেখ করেন আইনজীবী রাজদীপ মজুমদার। কবে ফের মামলাটির শুনানি হবে, সেই ব্যাপারে বিচারপতি মাত্রে আজ সিদ্ধান্ত নিতে পারেন বলে অনুমান করছেন আইনজীবীদের একাংশ।

নদিয়ায় কয়েকটি সভায় উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য পেশের অভিযোগ উঠেছে তাপসবাবুর বিরুদ্ধে। গত ২৮ জুলাই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (বিচারপতি দীপঙ্কর দত্তের আদালত) নির্দেশ দেয়, ওই সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে সিআইডি-কে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাপসবাবু এবং রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement