বিরোধী কুটা

ছাত্রভোটের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিরোধিতা করল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কুটা। বুধবার সমিতির প্রতিনিধিরা উপাচার্য আশুতোষ ঘোষের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০৩:১৮
Share:

ছাত্রভোটের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিরোধিতা করল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কুটা। বুধবার সমিতির প্রতিনিধিরা উপাচার্য আশুতোষ ঘোষের কাছে এই বিষয়ে প্রতিবাদ জানান। সংগঠনের সাধারণ সম্পাদক রামপ্রহ্লাদ চৌধুরী জানান, পরীক্ষা পিছিয়ে দিলে গোটা ‘অ্যাকাডেমিক ক্যলেন্ডার’ বিঘ্নিত হবে। পরের সেমেস্টারের সব ক্লাস শেষ করতেও অসুবিধা হবে। সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন বলেন, ‘‘নির্বাচনের দিন উচ্চশিক্ষা দফতর বেঁধে দিয়েছে। তাই পরীক্ষা পিছোনো ছাড়া পথ ছিল না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement