পুরীযাত্রী আইনজীবীদের সময় দিল না আদালত

জেলা বিচারকের এজলাসে সিনিয়র জগন্নাথ-ভক্ত আইনজীবীদের জুনিয়রদের কোনও সময় দেওয়া হয়নি। এ দিন জুনিয়রেরাই মামলার কাজ চালিয়েছেন। আলিপুর আদালতের প্রায় ৩৫টি এজলাসেই কোনও জগন্নাথ-ভক্ত সিনিয়র আইনজীবীর জুনিয়রকে মামলার কোনও পরবর্তী সময় দেওয়া হয়নি। সব ক্ষেত্রেই মামলা শুনানির হয়েছে বলে আদালত সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৫:২৮
Share:

ফাইল চিত্র।

আলিপুর জাজেস ও পুলিশ কোর্টের বিচারকেরা জগন্নাথ-ভক্ত আইনজীবীদের জুনিয়রদের শুক্রবার কোনও পরবর্তী তারিখ দেননি।

Advertisement

এ দিন সকালে আলিপুর জাজেস কোর্টে এক অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে জানা যায়, সরকারি আইনজীবী জগন্নাথদেবের রথের রশি টানতে পুরী গিয়েছেন। কিন্তু সরকারি আইনজীবী পুরীতে গিয়েছেন বলে কোনও ভাবেই মামলার পরবর্তী তারিখ পিছোতে রাজি হননি বিচারক। তিনি বলেন, ‘‘পুরীর অজুহাতে কোনও সময় দেওয়া যাবে না।’’ পরে এক আইনজীবী জানান, মামলায় এক সাক্ষী অনুপস্থিত থাকায় মামলার পরবর্তী তারিখ পাওয়া গিয়েছে।

জেলা বিচারকের এজলাসে সিনিয়র জগন্নাথ-ভক্ত আইনজীবীদের জুনিয়রদের কোনও সময় দেওয়া হয়নি। এ দিন জুনিয়রেরাই মামলার কাজ চালিয়েছেন। আলিপুর আদালতের প্রায় ৩৫টি এজলাসেই কোনও জগন্নাথ-ভক্ত সিনিয়র আইনজীবীর জুনিয়রকে মামলার কোনও পরবর্তী সময় দেওয়া হয়নি। সব ক্ষেত্রেই মামলা শুনানির হয়েছে বলে আদালত সূত্রের খবর।

Advertisement

রথের রশি টানতে আলিপুর আদালতের জাজেস ও পুলিশ কোর্টের প্রায় ৩০০ আইনজীবী বুধবার থেকে দফায় দফায় পুরী গিয়েছেন। তাঁরা নির্দিষ্ট মামলায় জুনিয়রদের পরবর্তী তারিখের জন্য বিচারকের কাছে সময় প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। পুরী যাত্রার জন্য আইনজীবীরা সপ্তাহখানেক ধরে শুনানির সময় জুনিয়রদের ভুলত্রুটি মার্জনা করে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এ দিন সেই আবেদনকে কোনও গুরুত্ব দেননি বিচারকেরা। মামলায় নির্দিষ্ট আইনজীবী উপস্থিত না-থাকলে তা অনুপস্থিত হিসেবেই গণ্য করা হয়েছে। সেই অনুযায়ী জুনিয়র আইনজীবীদের নির্দেশ দিয়েছেন বিচারকেরা। এ দিন জেলা বিচারকর এজলাসে প্রায় ৭০টি মামলা ছিল। কোনও মামলায় পরবর্তী তারিখ দেওয়া হয়নি বলে আদালতের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন