Student Credit Card

Student credit card: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্যা কাটাতে হেল্পলাইন নম্বর চালু করল শিক্ষা দফতর

ছাত্রছাত্রীরা ক্রেডিট কার্ড না পেলে হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করে সমস্যার কথা জানালে দ্রুত পদক্ষেপ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৬:১৩
Share:

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্যা কাটাতে হেল্পলাইন নম্বর চালু করল শিক্ষা দফতর।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্যা কাটাতে হেল্পলাইন নম্বর চালু করল শিক্ষা দফতর। মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্রছাত্রীরা ক্রেডিট কার্ড না পেলে হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪-এ ফোন করে তাঁদের সমস্যার কথা জানালে তার সমাধান করা হবে। পাশাপাশি একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। সেখানেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অভিযোগ জানালেও সুফল পাবেন ছাত্রছাত্রীরা। wbsec@gmail.com এ অভিযোগ জানালে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর।

Advertisement

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, সমবায় ব্যাঙ্ক সঠিক ভাবে ঋণ দিলেও অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহযোগিতা করছে না। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই সংক্রান্ত সমস্যার কথা তুলে প্রশ্ন করেন কাটোয়ার বিধায়ক। শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, সমস্যা রয়েছে। তিনি বলেন, "কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঋণ দিতে চাইছে না। কিন্তু এই সংক্রান্ত সমস্যার কথা জেনে প্রতি মাসে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যসচিব, অর্থ সচিব এবং শিক্ষা সচিব প্রতি মাসে বৈঠক করছেন। আগে এই সমস্যা প্রবল ছিল। কিন্তু এখন ওঁরা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বুঝতে পেরেছেন। সরকারই গারেন্টার হচ্ছে। আস্তে আস্তে সব সমস্যা মিটছে।"

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন