Water

ভূগর্ভস্থ পানীয় জল অন্যত্র ব্যবহারের বিরুদ্ধে আইন আনার ভাবনায় রাজ্য, জানালেন মন্ত্রী

বিধানসভায় এক প্রশ্নের জবাবে রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় আইন আনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৫:৫২
Share:

বিধানসভা ভবন। — ফাইল চিত্র।

ভূগর্ভস্থ পানীয় জল অন্যত্র ব্যবহার করা হলে কড়া ব্যবস্থা নিতে চায় রাজ্য। বুধবার বিধানসভায় এক প্রশ্নের জবাবে রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় আইন আনার ইঙ্গিত দিয়েছেন। দফতর সূত্রে খবর, সম্প্রতি বহু অভিযোগ জমা পড়েছে যে, পানীয় জল সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার বদলে তা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। পানীয় জল বিভিন্ন কারখানা, হোটেল, রেস্তোরাঁয় ঘুরপথে ব্যবহার করা হচ্ছে। তার পরেই এই সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে দফতর। বুধবার মন্ত্রী বলেন, ‘‘আমরা রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে চাই। কৃষি কাজের জন্য সেচ দফতর রয়েছে। ক্ষুদ্র সেচ দফতর রয়েছে। আমাদের দফতর পানীয় জল সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে বদ্ধপরিকর। পানীয় জল যাতে শুধুমাত্র পানীয় হিসেবেই ব্যবহার করা হয়, আগামী দিনে আমরা আইন আনার কথা ভাবছি।’’

Advertisement

পুলক বলেন, ‘‘২০২৫ সালের মধ্যে আমরা রাজ্যের গ্রামীণ এলাকায় সব মানুষের ঘরে পানীয় জল পৌঁছে দেব। মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে, প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে হবে। সেই নির্দেশ মতো ৬৫ লক্ষ পরিবারের কাছে পানীয় জল পৌঁছে দিতে পেরেছি, আগামী ২০২৫ সালের মধ্যে সব গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেব।’’ কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ তিনি আরও বলেন, ‘‘সংসদীয় গণতন্ত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে সাধারণ মানুষ পরিষেবা পান। কিন্তু কেউ বা কারা বাংলার উন্নয়ন যারা পছন্দ করেন না। তাঁরা কেন্দ্রকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় সরকারকে টাকা আটকানোর জন্য বলছেন। কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবিচল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন