নজরদারিতে নয়া জাহাজ

পশ্চিমবঙ্গ আর ওড়িশা উপকূলে নতুন দ্রুত গতির টহলদার জাহাজ আনছে উপকূলরক্ষী বাহিনীর কলকাতা সদর দফতর। ওই জাহাজে দূরপাল্লার কামান ও উন্নত সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। তার সাহায্যে দুই রাজ্যের উপকূলে নিরাপত্তা জোরদার করার সঙ্গে সঙ্গে চোরাকারবার আটকানো হবে। বাহিনীর মুখপাত্র অভিনন্দন মিত্র জানান, ‘আইসিজিএস অনমোল’ নামে ওই জাহাজ তৈরি করা হয়েছে কোচিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৪:০১
Share:

পশ্চিমবঙ্গ আর ওড়িশা উপকূলে নতুন দ্রুত গতির টহলদার জাহাজ আনছে উপকূলরক্ষী বাহিনীর কলকাতা সদর দফতর। ওই জাহাজে দূরপাল্লার কামান ও উন্নত সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। তার সাহায্যে দুই রাজ্যের উপকূলে নিরাপত্তা জোরদার করার সঙ্গে সঙ্গে চোরাকারবার আটকানো হবে। বাহিনীর মুখপাত্র অভিনন্দন মিত্র জানান, ‘আইসিজিএস অনমোল’ নামে ওই জাহাজ তৈরি করা হয়েছে কোচিতে। সোমবার সেটি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিকে হলদিয়া ডিভিশনে মোতায়েন করা হবে। হলদিয়ায় এখন চারটি হোভারক্রাফট-সহ সাতটি জলযান রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন