winter session of the West Bengal Assembly

এসআইআরে ব্যস্ত বিধায়কেরা, ডিসেম্বরে পশ্চিমবঙ্গ বিধানসভায় আর শীতকালীন অধিবেশন হওয়ার সম্ভবনা নেই

বিধানসভার সচিবালয় সূত্রে দাবি, যেহেতু বড়দিনের ছুটি আসন্ন, তাই এমন পরিস্থিতিতে আর বিধানসভার শীতকালীন অধিবেশন বসার সুযোগ নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৮
Share:

পশ্চিমবঙ্গ বিধানসভা। —ফাইল চিত্র।

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর পর মঙ্গলবার প্রথম সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তবে এখনও ব্যস্ততা কমেনি রাজনৈতিক দলগুলির। সেই ব্যস্ততার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। যেই কারণে ডিসেম্বর মাসে আর বসছে না বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার সচিবালয় সূত্রে দাবি, যেহেতু বড়দিনের ছুটি আসন্ন। তাই এমন পরিস্থিতিতে আর বিধানসভার শীতকালীন অধিবেশন বসার সুযোগ নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য সরকারের যদি কোনও বিজনেস থাকে, তাহলে আমাকে বিধানসভার অধিবেশন ডাকতেই হবে। কিন্তু রাজ্য সরকারের তরফে আমার কাছে তেমন কোনও বার্তা আসেনি।’’ তিনি আরও বলেন, ‘‘এসআইআরের কারণে সব দলের বিধায়কই ব্যস্ত রয়েছেন। আমার কাছে বিধায়কদের কাছ থেকে আবেদন এসেছে যাতে অধিবেশন না ডাকা হয়। বিশেষ করে উত্তরবঙ্গের বিধায়কেরা তো আমার কাছে আবেদন করেছেন, যে বিধানসভার অধিবেশন ডাকা হলে যাতয়াতের জন্য তাদের তিনদিন নষ্ট হয়ে যাবে। ফলে তারা ঠিক ভাবে অধিবেশনেও যোগদান করতে পারবেন না, আবার এসআইআরের কাজও করতে পারবেন না।’’

শেষবার বিধানসভার তিন দিনের জন্য বিশেষ অধিবেশন বসেছিল সেপ্টেম্বর মাসে। তবে বিধানসভার সচিবালয়ের একাংশ জানাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাসেও অল্প দিনের জন্য বিধানসভার অধিবেশন হতে পারে। তবে অন্য অংশের মতে, আগামী বছর বিধানসভা ভোটের কারণে অন্তবর্তী বাজেট অধিবেশন বসাতে হবে রাজ্য সরকারকে। যা হতে পারে ফেব্রুয়ারি মাসে। তাই জানুয়ারি মাসে শীতকালীন অধিবেশন বসানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement