হামলার আঁচে তপ্ত শিলিগুড়ি, আজ বোর্ড গঠন

পুরবোর্ড গঠনের মুখে হামলার অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে তপ্ত শিলিগুড়ি। রবিবার দুপুরে শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনায় জখম হয়েছেন তিন জন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু’জনকে। তৃণমূলের অভিযোগ, সিপিএমের দুষ্কৃতীরা তাদের সমর্থক এক পরিবারের উপর হামলা চালিয়েছে। অন্য দিকে, সিপিএমের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০৪:১৪
Share:

ঘটনাস্থলে গৌতম দেব।

পুরবোর্ড গঠনের মুখে হামলার অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে তপ্ত শিলিগুড়ি।

Advertisement

রবিবার দুপুরে শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনায় জখম হয়েছেন তিন জন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু’জনকে। তৃণমূলের অভিযোগ, সিপিএমের দুষ্কৃতীরা তাদের সমর্থক এক পরিবারের উপর হামলা চালিয়েছে। অন্য দিকে, সিপিএমের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুরবোর্ড গঠনের আগের দিন নানা ভাবে চাপ তৈরি করতেই দুষ্কৃতীদের নিজেদের গোলমালকে রাজনৈতিক বলে দাবি করছে বলে সিপিএমের অভিযোগ। আজ, সোমবার শিলিগুড়িতে পুরবোর্ড গঠন হবে। কাউন্সিলরদের শপথ গ্রহণের পরে মেয়র এবং চেয়ারম্যান পদের জন্য ভোটাভুটি হবে। তার আগের দিন ২৮ নম্বর ওয়ার্ডে হামলার অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করেই তেতে থাকল শহরের রাজনীতি।

সোমবার শিলিগুড়ি পুরবোর্ড গঠনের ভোটাভুটির আগে শুভেচ্ছা-বার্তা আসছে মোবাইলে।
১২ নম্বর ওয়ার্ডে নিজের কার্যালয়ে বসে স্ত্রী মঞ্জুশ্রীদেবীকে তাই দেখাচ্ছেন তৃণমূলের মেয়র পদের দাবিদার নান্টু পাল।

Advertisement

সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় শান্তি মিছিল করতে রাস্তায় নামেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি গৌতম দেব। গৌতমবাবুর সঙ্গে দলের সদ্য জয়ী বেশ কয়েকজন কাউন্সিলরও ছিলেন। তাঁর আগে জখম দুই কর্মীকে দেখতে এ দিন বিকেলে হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী গৌতমবাবু। জেলা তৃণমূলের বিভিন্ন পদাধিকারী এবং কাউন্সিলরদের অনেকেই হাসপাতালেও ছিলেন। হাসপাতাল থেকেই হেঁটে মন্ত্রী পৌঁছে যান টাউন স্টেশন লাগোয়া মাতঙ্গিনী কলোনিতে। কলোনির অন্ধকার রাস্তায় মন্ত্রী শান্তি মিছিল করেছেন। গৌতমবাবুর অভিযোগ, ‘‘সিপিএমের মদতে ২৮ নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ চলছে। ভোটের আগে থেকে এলাকায় সন্ত্রাস হচ্ছে। রাজ্য সরকারের ক্ষমতায় থেকে আমরা জোর করে কোনও পদক্ষেপ করিনি। গণতান্ত্রিক ভাবেই অভিযোগ করেছি। রবিবারও আমাদের কর্মীদের খুনের চেষ্টা হয়েছে। তার প্রতিবাদে এলাকায় প্ররোচনা রুখতে শান্ত মিছিল করেছি।’’

বামেদের মেয়র পদের দাবিদার প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘দুই দুষ্কৃতী দলের মধ্যে গোলমালের ঘটনাকে রাজনৈতিক রং দিতে চাইছে তৃণমূল। বোর্ড গঠনের আগের দিন পুলিশ-প্রশাসনের উপর চাপ তৈরি করে আমাদের কাউন্সিলরদের ভয় ভীতি দেখাতে চাইছে তৃণমূল।’’

শনিবার রাতেই ঘটনার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, নেপাল হক নামে এক তৃণমূল সমর্থককে গত শনিবার রাতে টাউন স্টেশন লাগোয়া এলাকায় মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন নেপাল। এরপরে এ দিন দুপুরে সাত জনের একটি দুষ্কৃতীদল বাড়িতে ঢুকে নেপালের উপর চডাও হয় বলে অভিযোগ। নেপালের মাথায় ধারাল অস্ত্রের কোপ মারে। নেপালের মা রাজিয়া বিবিকেও বেধড়ক মারধর করার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, নেপাল এবং তাঁর মা দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নেপালের মাথায় ১১টি সেলাই হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর স্ত্রী সরিদা বিবিও জখম হয়েছেন বলে দাবি। নেপালের ভাই ইশাদুল হক অভিযোগ করে বলেন, ‘‘দুপুর বেলায় খেতে বসেছি, তখনই বাড়িতে ঢুকে সিপিএমের লোকেরা হামলা চালায়। দাদা এবং মাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই আমাদের পরিবারের উপর ওরা হামলা চালাচ্ছে।’’

এ দিনের ঘটনায় ৮ জনের নামে তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের তরফে এ দিন সন্ধ্যায় থানায় গিয়ে দাবিু জানানো হয়। ঘটনার পরে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। ২৮ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর শর্মিলা দাস বলেন, ‘‘অভিযুক্তরা কেউ তাঁদের দলের সঙ্গে যুক্ত নয়। অনেকে আবার ওয়ার্ডের বাসিন্দাও নন। নিজেদের মধ্যে গোলমালের জেরে কিছু হয়ে থাকতে পারে।’’ হামলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় মাতঙ্গিনী কলোনি সহ লাগোয়া এলাকায় দুপুর থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। নামানো হয়েছে রাফও। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার ওজি পাল বলেন, ‘‘অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পাঁচ জনকে ধরা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’

ছবি: সন্দীপ পাল ও বিশ্বরূপ বসাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন