world bank

Loan from World Bank: রাজ্যকে হাজার কোটি টাকার ঋণ বিশ্ব ব্যাঙ্কের

প্রশাসনিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সামাজিক ক্ষেত্রে রাজ্য ক্রমশ বরাদ্দ বাড়িয়েছে। নতুন একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ০৭:৪৮
Share:

ফাইল চিত্র।

রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক রাজ্য সরকারকে জানিয়েছে, সামাজিক সুরক্ষার প্রকল্পগুলি আরও ভাল ভাবে চালাতে তারা ‘ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশল প্রোটেকশন’-এর আওতায় ১২৫ মিলিয়ন ডলার বা প্রায় এক হাজার কোটি টাকার ঋণ দেবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকেরই মতে, এই পদক্ষেপের মাধ্যমে এ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে স্বীকৃতি দিল বিশ্ব ব্যাঙ্ক। সরকারি সূত্রের খবর, সরকারি প্রকল্পগুলির যথাযথ প্রচার, সামাজিক অডিট (সোশ্যাল অডিট), মেয়েদের কাজের ব্যবস্থা এবং প্রকল্পগুলির নজরদারির সুপারিশও করেছিল বিশ্ব ব্যাঙ্ক।

Advertisement

প্রশাসনিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সামাজিক ক্ষেত্রে রাজ্য ক্রমশ বরাদ্দ বাড়িয়েছে। নতুন একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য। দুর্বল বা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা অংশের মানুষদের সহযোগিতা করতে এখন সব মিলিয়ে প্রায় ৪০০টি কর্মসূচি চলছে রাজ্যে। এগুলিতে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ জোর থাকলেও, সামগ্রিক ভাবে এগুলির মাধ্যমে বয়স্ক, বিধবা, তফসিলি জাতি-জনজাতি, বয়ঃসন্ধিতে থাকা মেয়েদের ক্ষমতায়নেরও সুযোগ বাড়ছে। পাশাপাশি, ‘জয় বাংলা’ প্রকল্পের সবক’টি কর্মসূচিকে এক ছাতার তলায় আনতে চাইছে। তাতে সব উপভোক্তার কাছে প্রকল্পগুলির সুবিধা পাওয়ার কাজ আরও সরল হবে। সামাজিক পদক্ষেপ ও পদ্ধতিগত এই সংস্কারের উদাহরণ বিশ্ব ব্যাঙ্ককে আকৃষ্ট করেছে বলে সরকারি সূত্রের দাবি।

প্রশাসনের অন্দরের দাবি, প্রকল্পগুলির যথাযথ প্রচার বা তার বাস্তবায়নে নজরদারি আরও বাড়ানোর প্রক্রিয়া চালু রয়েছে। প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেও প্রচার এবং দুয়ারে সরকারের মতো পদ্ধতি মেনে চলা হচ্ছে। আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে বিশ্ব ব্যাঙ্কের শর্তগুলি পুরোপুরি মান্যতা পাবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন