বিয়ে-রোখা ছাত্রীর পরিবারকে হুমকি

নাবালিকার বিয়ের বিরুদ্ধে সরব হওয়া মালদহের প্রতিবাদী ছাত্রীকে কুর্নিস জানাতে তৈরি হচ্ছে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে জেলার অ্যাম্বাসাডর করা হবে তাঁকে।

Advertisement

জয়ন্ত সেন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০৩:০০
Share:

নাবালিকার বিয়ের বিরুদ্ধে সরব হওয়া মালদহের প্রতিবাদী ছাত্রীকে কুর্নিস জানাতে তৈরি হচ্ছে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধে জেলার অ্যাম্বাসাডর করা হবে তাঁকে। অথচ তাঁকে মারধরে অভিযুক্তদের হুমকিতে ঘুম ছুটেছে ওই কিশোরীর পরিবারের। ঘটনার পর কেটে গিয়েছে চারদিন। এখনও অধরা অভিযুক্ত মোড়ল পরিবারের ছ’জন। পুলিশ জানিয়েছে তাদের খোঁজ চলছে। অথচ শুক্রবার রাতেও তারা ওই ছাত্রীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ।

Advertisement

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিমেল সার্জিকাল ওয়ার্ডে এখনও শয্যাশায়ী অষ্টম শ্রেণির ওই ছাত্রী বিউটি খাতুন। রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা মালদহের জেলাশাসককে টেলিফোনে জানান, ২৪ জানুয়ারি শিশুকন্যা দিবসে বিউটিকে সংবর্ধনা দিতে চান তিনি। জেলাশাসক শরদ দ্বিবেদী বলেন, ‘‘মন্ত্রী শু বিউটিকে সংবর্ধনা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তা সম্ভব নয়। সুস্থ হলে তাকে পাঠানো হবে।’’ তাঁর দিদি অনোয়ারা বিবিও বলেন, ‘‘আগে বোন সুস্থ হোক, তারপর সন্মান নেওয়ার প্রশ্ন।’’

জেলাশাসক বলেন, ‘‘বাল্য বিবাহ প্রতিরোধে যে প্রচার চলছে, তাতেই উদ্বুদ্ধ হয়ে বিউটির মতো এক নাবালিকা আর এক নাবালিকার বিয়ের প্রতিবাদ করতে পেরেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement