লাভপুরে সিপিএম-এর উপর হামলার ঘটনায় গ্রেফতার সিপিএম কর্মীও

বীরভূমের লাভপুরে সিপিএম সমর্থকদের উপর হামলার অভিযোগে অবশেষে পদক্ষেপ নিল পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হল। তবে ধৃতদের এক জন আবার সিপিএম-এরই সমর্থক। তৃণমূলের কাছে ভাল সাজতে, সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ করছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১৩:৪৪
Share:

বীরভূমের লাভপুরে সিপিএম সমর্থকদের উপর হামলার অভিযোগে অবশেষে পদক্ষেপ নিল পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হল। তবে ধৃতদের এক জন আবার সিপিএম-এরই সমর্থক। তৃণমূলের কাছে ভাল সাজতে, সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ করছে সিপিএম। পুলিশের দাবি, অভিযোগ জমা পড়েছে দু’দলের বিরুদ্ধেই।

Advertisement

যে দুই তৃণণূল সমর্থককে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম হীরাই শেখ এবং আলেব শেখ। দু’জনেরই বাড়ি লাভপুরের কাকসুন্দি এলাকায়। তৃতীয় ধৃতের নাম ভাদু শেখ। সে সিপিএম কর্মী। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, পুলিশ তাকে অকারণে গ্রেফতার করেছে। আসলে তৃণমূলের কাছে ভাল সাজতেই পুলিশ সিপিএম কর্মীকে গ্রেফতার করছে। দাবি বামেদের। পুলিশের সাফাই, লাভপুরে সংঘর্ষের ঘটনায় অভিযোগ শুধু সিপিএম করেনি। তৃণমূলও অভিযোগ করেছে। তাই দু’দলের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। তৃণমূল এবং সিপিএম উভয় দলের পক্ষ থেকে ২৮ জন করে মোট ৫৬ জনের নামে অভিযোগ দাখিল হয়েছে।

আরও পড়ুন:

Advertisement

পুলিশ নিয়েই হামলা তৃণমূলের, অভিযোগ

মাত্র দুই তৃণমূল কর্মীর গ্রেফতারিতে অবশ্য তৃণমূল সন্তুষ্ট নয়। তারা এখনও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে করছে। তাঁদের অভিযোগ, এখনও শাসক দলের কর্মীরা ভয় দেখাচ্ছে সিপিএম কর্মীদের। এলাকা‌য় কেন্দ্রীয় বাহিনী থাকলেও, বাহিনীকে টহল দেওয়ানো হচ্ছে না বলেও অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন