Entally Loot Case

এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় গ্রেফতার আরও তিন, উদ্ধার টাকাও

এন্টালি থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পাথরপ্রতিমার ক্ষেত্রমোহন এলাকায় হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২৩:৪৩
Share:

এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। —প্রতীকী ছবি।

এন্টালিতে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুটের ঘটনায় বৃহস্পতিবার কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল মিন্টু সরকার নামে এক জনকে। ধৃত কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল। তার পরের দিনই, অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এন্টালি থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পাথরপ্রতিমার ক্ষেত্রমোহন এলাকায় হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম শাহনাজ শেখ ওরফে রাজু ও জ়াকির (২৬), নাজ়মুল হোসেন ওরফে লাল্টু (৩৮) এবং শেখ রহমত ওরফে রাজেশ (৩০)। গ্রেফতারের পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, মন্দির বাজারের ঘাটেশ্বর পাড়ায় শাহনাজের বাড়িতে লুটের বেশ কিছু টাকা আছে। সেখানে তল্লাশি চালিয়ে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গত ৫ মে বেলা পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দফতর থেকে টাকাভর্তি ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই কর্মচারী। ব্যাগে ছিল দু’কোটি ৬৬ লক্ষ টাকা। সেই টাকা ব্যাঙ্কে জমা দিতেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, ট্যাক্সি ফিলিপ্‌স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে ওঠেন। তাঁরা ট্যাক্সিটিকে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে যান এবং টাকা লুট করে পালান। এর পরে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে একে একে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। দফায় দফায় উদ্ধার হয় বেশির ভাগ টাকাও। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement