Khejuri

Khejuri: খেজুরি: চার্জশিটে নাম তিন নেতার

এনআইএ-র আইনজীবী দেবাশিস মল্লিক এ দিন জানান, তিনশো পাতার চার্জশিটে সাক্ষী আছেন ৭৮ জন। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ০৭:১১
Share:

ফাইল চিত্র।

চলতি বছরের সূচনায় খেজুরিতে যে-বিস্ফোরণ ঘটেছিল, সেই মামলায় শুক্রবার বিচার ভবনে এনআইএ-র বিশেষ আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সংশ্লিষ্ট সূত্রের খবর, চার্জশিটে পূর্ব মেদিনীপুরের তিন তৃণমূল নেতা সমরশঙ্কর মণ্ডল, রতন প্রামাণিক ও কঙ্কণ করণকে অভিযুক্ত করা হয়েছে। তিন জনেই এখন জেল হেফাজতে আছেন। সমর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ছিলেন।

Advertisement

এনআইএ-র আইনজীবী দেবাশিস মল্লিক এ দিন জানান, তিনশো পাতার চার্জশিটে সাক্ষী আছেন ৭৮ জন। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। সাক্ষ্যপ্রমাণের অভাবে ধৃত সইদুল আলি খান ও আরিফ বিল্লার নাম চার্জশিটে রাখা হয়নি। ৩ জানুয়ারি রাতে খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল। মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত হন বেশ কয়েক জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন