দিলীপ-শমীকের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

বাঁকুড়ায় খাতড়ায় বৃহস্পতিবারের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বুধবার রাতে হামলার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। ঘটনার সময়ে বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি অচ্যুতানন্দ ঘোষের বাড়ি থেকে খেয়ে বেরোচ্ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাকদহ ও খাতড়া শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৪:৩৯
Share:

ভাঙচুরের পর শমীক ভট্টাচার্যের গাড়ি। —নিজস্ব চিত্র

সমাবেশে যোগ দিতে যাওয়ার সময়ে চাকদহে বাধার মুখে পড়লেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। লাঠি দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। কয়েক জনের হাতে তৃণমূলের পতাকা ছিল। শমীকের গায়ে কাচের টুকরো লাগে।

Advertisement

বাঁকুড়ায় খাতড়ায় বৃহস্পতিবারের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বুধবার রাতে হামলার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। ঘটনার সময়ে বিজেপির বাঁকুড়া জেলা সহ-সভাপতি অচ্যুতানন্দ ঘোষের বাড়ি থেকে খেয়ে বেরোচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। বিবেকানন্দবাবুর অভিযোগ, ‘‘গাড়ি রাখা নিয়ে কিছু লোক বচসা শুরু করে। দিলীপবাবু গাড়ির ভিতরে ঢুকতেই পাথর ছোড়া শুরু হয়।’’

ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও জেলা তৃণমূল নেতা জয়ন্ত মিত্র বলেছেন, ‘‘প্রচার পাওয়ার স্বার্থে নাটক করছে বিজেপি।’’ পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত হবে।

Advertisement

হামলার পর দিলীপ ঘোষের গাড়ি। নিজস্ব চিত্র।

শমীক অবশ্য পুলিশে অভিযোগ করেননি। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ চৌমাথায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। যদিও হিংনাড়া অঞ্চল পাবলিক ইনস্টিটিউশন মাঠেসঙ্কল্প সমাবেশ’-এ তিনি অভিযোগ করেন, ‘‘এই কাণ্ড তৃণমূলের লোকেরা ঘটিয়েছে। ওরা আমায় গাড়ি থেকে বার করে নিয়ে যেতে চেয়েছিল। পারেনি। ওদের বিরুদ্ধে অভিযোগ করে কী হবে?’’ চাকদহ শহর যুব তৃণমূল সভাপতি সাধন বিশ্বাসের দাবি, “আমাদের কেউ ওই ঘটনায় যুক্ত নয়।’’

আরও পড়ুন: চাকদহে আক্রান্ত শমীক ভট্টাচার্য, গাড়িতে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

দুই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, 'বাংলার' খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন