‘সশস্ত্র’ রামনবমীর অনুমতি দেব না: মমতা 

হাওড়া, আসানসোলের দু’একটি সংগঠন ছাড়া আর কেউ সেই অনুমতি যে পাবে না, তাও স্পষ্ট করে দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০১:২৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পরম্পরাগতভাবে যাঁরা অস্ত্র মিছিল করেন, তাঁদেরই শুধুমাত্র রামনবমীর অনুমতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়ে দিলেন। হাওড়া, আসানসোলের দু’একটি সংগঠন ছাড়া আর কেউ সেই অনুমতি যে পাবে না, তাও স্পষ্ট করে দেন তিনি।

Advertisement

বীরভূমে বুধবার মমতা বলেন, ‘‘পুরনো দু’একটি সংগঠন এ বারও অস্ত্র মিছিল করতে পারবে। যারা নতুন করে মিছিল করতে চায়, তাদের ওই অনুমতি দেওয়া হবে না।’’ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য মিছিলে মাইকও বাজাতে দেওয়া হবে না।

যা শুনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রত্যেক বছর পাড়ার আখড়া, ক্লাব যে ভাবে রামনবমী পালন করে, এ বারও তাই করবে। আর শিখ বা অন্যান্য সম্প্রদায়ের অস্ত্র-মিছিলে তো আপত্তি ওঠে না! শুধু রামনবমীতেই এই ফরমান কেন?’’ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য, ‘‘এক দল রাম সাজলে অন্যরা হনুমান সাজছে! প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চলছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন